নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের বাংলা ওয়াশ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ | ০১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ | ০১:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের বাংলা ওয়াশ

ইংল্যান্ডকে ৩-০ তে হারিয়ে সিরিজ জিতলো টাইগাররা৷ মিরপুরে বিশ্বচ্যাম্পিয়নদের ১৬ রানে হারায় বাংলাদেশ৷ টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইংল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৮ রান করে বাংলাদেশ৷ ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৪২ রান তোলে ইংল্যান্ড ৷

ব্যাট করতে নেমে আদিল রশিদের বলে অদ্ভুতভাবে আউট হন রনি তালুকদার। ১৭ রানে জীবন পাওয়া বাংলাদেশ ওপেনার থামেন ২৪ রানে, ৫৫ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি। প্রথম ১০ ওভারে উঠেছে ৭৭ রান। ১৩তম ওভারে ১০০ রান পেরোয় বাংলাদেশ৷ পরের ওভারে জীবন পান লিটন, আর্চারের বলে! এবার তুলে মেরেছিলেন লিটন, মিড উইকেট থেকে বাঁদিকে ছুটে বলের নিচে ভালোভাবেই গিয়েছিলেন বেন ডাকেট। তবে সহজ ক্যাচ ফেলেছেন তিনি।

লিটন থামেন ৭৩ রানে

লিটন জীবন পেয়েছেন ৫১ রানে। ৫১ রানে জীবন পাওয়া লিটন থামেন ৭৩ রানে, জর্দানের বলে৷ ১৫ ওভার শেষেও বাংলাদেশের স্কোর ছিল ১৩১ রান। তবে ২০ ওভারে তারা থামে ১৫৮ রানেই। শেষ ৫ ওভারে এসেছে মাত্র ২৭ রান৷ নাজমুল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ৪৭ রানে। সাকিব ৬ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি।

১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই হোঁচট খায় ইংল্যান্ড৷ প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন ডেভিড ম্যালান, এক বল পরই অভিষেক বোলার তানভীরের শিকার হন ফিল সল্ট। প্রথম ওভারেই প্রথম আন্তর্জাতিক উইকেটের দেখা পেয়ে যান তানভীর। ৪৩ বলে হাফসেঞ্চুরি করেন মালান৷ মুস্তাফিজের বলে ৫৩ রানে থাকে মালানের ইনিংস৷ ম্যালান আউট, ঠিক পরের বলে আউট বাটলারও।

মোস্তাফিজের লেংথ বলটা পয়েন্টে খেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন বেন ডাকেট, সাড়াও দিয়েছিলেন বাটলার। তবে মিরাজের সরাসরি থ্রোয়ে ভেঙেছে স্টাম্প। ইংল্যান্ড অধিনায়ক থেমেছেন ৩১ বলে ৪০ রান করে। ১৭তম ওভারে তাসকিন বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন ম্যাচ। একই ওভারে মঈন ও ডাকেটকে ছাঁটেন তিনি। ১০ বলে ৯ করে মঈন ডিপ মিড উইকেটে ক্যাচ দেন মিরাজের হাতে। ফুল ডেলিভারিতে ১১ বলে ১১ রান করা ডাকেটের স্টাম্প উপড়ে যায়।

সরাসরি থ্রোয়ে বাটলারকে রান আউট করে বাংলাদেশকে খেলায় ফেরান মিরাজ৷

পরের ওভারে মোস্তাফিজ খরচ করেন মোটে ৫ রান। এরপর ১৯তম ওভারে ৪ রান দিয়ে সাকিব সাজঘরে পাঠান স্যাম কারানকে। শেষ ওভারে ২৭ রানের কঠিন সমীকরণ মেলানো হয়নি ওকস ও জর্ডানের। প্রথম দুই বলেই চার হজমের পর তরুণ পেসার হাসান নিজেকে সামলে নেন। পরের চার বলে মাত্র ২ রান দিয়ে উল্লাসে মাতান বাংলাদেশকে। সিরিজসেরার পুরস্কার জেতেন তরুণ বাঁহাতি ব্যাটার শান্ত। তিন ম্যাচে এক হাফসেঞ্চুরিসহ ১২৭.৪৩ স্ট্রাইক রেটে ১৪৪ রান করেন তিনি।

সাথী / পরিচয়

শেয়ার করুন