নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশিরা আপনার সঙ্গে আছি- আসেফ বারী

আসেফ ও মুনমুন বারীর ‘দ্যা বারী স্টেটে’ মেয়র এডামস,বাংলাদেশিদের ভূয়শী প্রশংসা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১১:২২ অপরাহ্ণ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
আসেফ ও মুনমুন বারীর ‘দ্যা বারী স্টেটে’ মেয়র এডামস,বাংলাদেশিদের ভূয়শী প্রশংসা

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নগরী নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোন মেয়র বাংলাদেশী-আমেরিকানের বাসভবনে আতিথ্য গ্রহণ করেছেন।

গত মঙ্গলবার ২৯ আগষ্ট সন্ধ্যায় নিউইয়র্কের স্বনামধন্য হোম কেয়ার প্রতিষ্ঠান বারী হোম কেয়ারের সত্তাধিকারী আসেফ বারী এবং মুনমুন হাসিনা বারীর লং আইল্যান্ডের বাস ভবন বারী এষ্টেটে গিয়েছিলেন সিটিমেয়র এরিক এডামস। লং আইল্য ান্ডের ডিক্স হিলসে অবস্থিত ‘দ্যা বারী স্টেটে’ গিয়ে মেয়র নিউইয়র্কে বাংলাদেশিদের উত্থানের ভূয়শী প্রশংসা করেছেন।

‘দ্যা বারী স্টেট’ ঘুরে দেখে তিনি অভিভূত হন। এ সময় মেয়র এরিক এডামসের সম্মানে আয়োজন করা হয় ফান্ড রেইজিং অনুষ্ঠানের। এতে বক্তব্য রাখতে গিয়ে মেয়র এরিক এডামস বলেন, আমি যখন মেয়র হিসেবে নিউইয়র্কে দায়িত্ব গ্রহণ করি তখন এই সিটি ছিলো একটি ভঙ্গুর সিটি। কিন্তু দিনে দিনে সেই ভঙ্গুর অবস্থা থেকে আমরা সবাই মিলে এ সিটিকে টেনে তুলতে সক্ষম হয়েছি।

মেয়র এডামস আরো বলেন, নিউইয়র্কে ক্রমবর্ধমান বাংলাদেশিরা অব্যাহতভাবে সবকিছুতে ভালো করছেন। ব্যবসা-বাণিজ্য, চাকুরি, কৃষ্টি কালচারে তাদের টেনে ধরার সময় নেই, তারা নিজ গুণ, দক্ষতা এবং পরিশ্রমে এগিয়ে যাচ্ছেন এবং নিউইয়র্ক তথা আমেরিকা বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখছেন।

মেয়র বলেন, বর্তমানে নিউইয়র্ক সিটিতে প্রায় সাড়ে ৩ হাজার চাকুরির পদ খালি রয়েছে। এসব পদে বাংলাদেশিরা চাকুরির অনায়াসে সুযোগ নিতে পারেন।তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য আসেফ বারীর প্রশংসা করে মেয়র বলেন, বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্যের অভাবনীয় সাফল্য দেখাচ্ছেন তা ইতিবাচক এবং অনেক লোকের কর্মস্থান সৃষ্টি করায় তা প্রশংসার দাবীও রাখে। অতীতের মতো আগামীতেও মেয়র এডামস বাংলাদেশিদের সহযোগিতা প্রত্যাশা করেন।

‘দ্যা বারী স্টেট’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আসেফ বারী এবং মুনমুন হাসিনা বারী। তারা বলেন, নির্বাচিত হওয়ার পর প্রথম বারের মতো বাংলাদেশি কোন বাড়িতে মেয়রের আগমণে তারা সম্মানিতবোধ করছেন। একই সঙ্গে তারা নির্বুাচনসহ সব বিষয়ে মেয়রের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান। আসেফ বারীমেয়র এরিক এডামসকে যুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্ট হিসেবেদেখার আগ্রহ প্রকাশ করেন।

অপর বক্তা গিয়াস আহমেদ বলেন, মুসলিম আমেরিকানদের ঐক্য বদ্ধ হতে হবে কেননা যুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্ট নির্বাচনে সুইংষ্টেট গুলিতে মুসলিমদেরভোট খুবই গুরুত্বপুর্ণ হয়েদেখা দিতে পারে আগামি নির্বাচনসমুহে।

অনুষ্ঠানে আসেফ বারী ও মুনমুন বারীর তিন সন্তান মুহিব বারী, সাবা বারী ও আদি বারী ছাড়াও জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন জেবিবিএ’র প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, মেয়র এরিক এডামসের ভাই ব্রায়ান এডামস বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন শামসুন নাহার নিম্মি। এছাড়া মেয়রের সাথে মঞ্চে ছিলেন রিয়েল এস্টেট ইনভেস্টর ও ইস্টার্ন ইনভেস্টমেন্টের কর্ণধার নুরুল আজিম।

অনুষ্ঠান শেষে ‘ দ্যা বারী স্টেট’ দীর্ঘ সময় ঘুরে দেখেন মেয়র। তিনি অনুষ্ঠানে আগতদের সঙ্গে অন্তরঙ্গভাবে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তুলেন। মেয়র এরিক এডামস আসেফ বারীর অফিস কক্ষে গিয়ে কিছু সময় ব্যয় করেন এবং অটোগ্রাফ দেন। প্রায় ২ ঘণ্টা বাংলাদেশিদের সঙ্গে নির্মল সময়ে কাটিয়ে রাত ১০ টার দিকে ‘দ্যা বারী স্টেট’ ত্যাগ করেন মেয়র এরিক এডামস।

এরিক এডামসের ‘দ্যা বারী স্টেটে’ আগমন নিয়ে উপস্থিত সকলে আসেফ বারী ও মুনমুন বারীর প্রশংসা করেন এবং বলেন ‘আপনাদের সুবাদে’ আমরা মেয়রকে এত কাছে পেয়েছি। অনুষ্ঠান শেষে মেয়র এবং উপস্থিত সকলে নৈশভোজে অংশ নেন। ‘দ্যা বারী স্টেটে’ প্রবেশের সময় লাল গালিচা সংবর্ধনা এবং ফুল দিয়ে মেয়র এরিক এডামসকে স্বাগত জানান আসেফ বারী, মুনমুন হাসিনা বারী, মুহিব বারী, সাবাহ বারী ও আদি বারী। নৈশ ভোজসহ পুরো অনুষ্ঠানে উপস্থিতিকে আন্তরিকতা দিয়ে মুগ্ধ করেন আসেফ বারী ও মুনমুন বারী।

অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছিলেন তারা হলেন, গিয়াস আহমেদ, সিইও ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার অ্যান্ড চেয়ারম্যান ফোবানা, নুসরাত আহমেদ-চেয়ারম্যান ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার, নুরুল আজিম- রিয়েল এস্টেট ইনভেস্টর, কেভিন থমাস- স্টেট সিনেটর ডিস্ট্রিক্ট ৬, তারেক হাসান খান- সিইও গ্লোবাল মাল্টি সার্ভিসেস, এআরএম রকিব উদ্দিন- সভাপতি ও সিইও স্টপ অ্যান্ড কার, জিয়া খান- চেয়ারম্যান, স্ট্যান প্রপার্টিজ, জুবার চৌধুরী, বাটারফ্লাই এসডিসি-এর নির্বাহী পরিচালক, প্রিন্স রায়হান- ব্যবসায়ী, জেএফএম রাসেল, রিয়েলটর, রকি আলিয়ান, সিইও স্টার ফার্নিচার, সৈয়দ হক (শাকিল)-ব্যবসায়ী, মো. আবুল কাশেম- সিইও মাদানী ডিস্ট্রিবিউটর, আশরাফুজ জামান- সেক্রেটারি নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, এনামুল হক এনাম, সম্পাদক অর্থকন্ঠ, মামুন মির্জা রিয়েল এস্টেট ইনভেস্টর, মোহাম্মদ আলী সিদ্দিক- ব্যবসায়ী, মোঃ মেহেরুজ্জামান জেফলিন, চেয়ারম্যান জেএপি জেনস, মোহাম্মদ চৌধুরী, সিইও স্কুলের ডিসি মো. , মোঃ মফিজুর রহমান, সিইও ব্লু গ্রিন ইন্স্যুরেন্স, বার্নি অ্যাডামস অ্যান্ড শ্যারন, মেয়র এরিক অ্যাডামসের ভাই। মুহাম্মদ আশরাফ, সাবেক চেয়ারম্যান (পাকিস্তানি আমেরিকান সোসাইটি অফ এনওয়াই), সেরিনা ইউনুস, ডেমোক্রেটিক পার্টির কমিউনিটি অর্গানাইজার ফর টাউন অফ হান্টিংটন, এহতেশাম সৈয়দ, টমাস জয়, সাফোক কাউন্টি পুলিশ বিভাগ, আহসান হাবিব, জোন চেয়ার, লায়ন্স ক্লাব, উ২০-জ২ ৩৩, আশরাফুজ জামান, মোহাম্মদ আবদুল হান্নান, আলমগীর খান আলম, সিইও শোটাইম মিউজিক, নবযুগের সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ফটো সাংবাদিক নীহার সিদ্দিক, সাইফুর রহমান ভান্ডারি রাজ, এক্স-এমপি, অ্যালেক্স জুজিয়াস এমডি ফ্যানস ও জোয়েলি মারেরো জুজিয়াস, পিএইচডি, মোহাম্মদ আবুল কাশেম, নাসির খান পল, সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব।

শেয়ার করুন