নিউইয়র্ক     বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যামস্টারডামের নিষিদ্ধপল্লী সরানোর পরিকল্পনা নিয়ে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ০৪:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ০৪:১৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
অ্যামস্টারডামের নিষিদ্ধপল্লী সরানোর পরিকল্পনা নিয়ে উত্তেজনা

অ্যামস্টারডামের রেডলাইট এরিয়া বা নিষিদ্ধপল্লী অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছেন শহরটির মেয়র ফেমকে হালসেমা। তিনি ওই এলাকার যৌনকর্মীদের শহরের বাইরে একটি বিশেষ অঞ্চলে নিয়ে যেতে চান। কিন্তু তার এই পরিকল্পনা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। যে এলাকায় এই নিষিদ্ধপল্লী সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়েছে তার আশপাশের অসংখ্য অধিবাসী এর বিরোধিতা করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শহরটির দক্ষিণে এক হলে এ নিয়ে স্থানীয়দের নিয়ে মিটিং করেন মেয়র ফেমকে হালসেমা। সেখানে ক্ষোভ প্রকাশ করেন ওই অধিবাসীরা। তারা তাদের বসবাসের এলাকায় এত বিশাল একটি নিষিদ্ধপল্লী চান না। কিন্তু তাদের প্রতিবাদের পরও একই অবস্থানে স্থির থাকে মেয়র। ফলে উত্তেজিত এলাকাবাসী তাকে ‘ব্রোথেল ম্যাডাম’ বলে অভিহিত করেন। অ্যামস্টারডামের দক্ষিণে ওই মিটিংয়ে প্রতিবাদ জানাতে গিয়ে কেঁদে ফেলেন একজন মা।

তিনি বলেন, এ পরিকল্পনা অসম্ভব। একজন প্রবীণ অধিবাসী দুটি বিশাল বেলুন পরে আসেন। তাতে ইংরেজিতে লেখা- ‘নো’। অন্যরা বাইকে হালকা লাল বাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান। অন্যদিকে এখন যেখানে আছে নিষিদ্ধপল্লী, সেখানেই থাকার পক্ষে যৌনকর্মীরা। তাদেরকে সরিয়ে দেয়ার পরিকল্পনার মূলে রয়েছে অপরাধ, মদ্যপ অবস্থায় চলাফেরা এবং এলাকায় মাদকের অপব্যবহারের অভিযোগ। তবে যৌনকর্মীরা বলছেন, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে এসব অভিযোগ এনে বলির পাঁঠা বানানো হচ্ছে। একজন যৌনকর্মী, যিনি নিজেকে মিশেলে হিসেবে পরিচয় দেন, তিনি বলেন, মেয়র বলেছেন আমরা শুধু পর্যটকদের কাছে আকর্ষণীয়। লোকজন আসে। আমাদেরকে দেখে। হাসাহাসি করে। চলে যায়। কিন্তু আসল সত্য সেটা নয়।

বিষয়টি অ্যামস্টারডামের ভবিষ্যত নিয়ে এক লড়াইয়ে পরিণত হয়েছে। বিদেশীদের ব্যাপকভাবে আকর্ষণ করে এই শহর এবং পেশা। এই শহর থেকে নিষিদ্ধপল্লী অন্য কোথাও সরিয়ে দিতে অনেক বছর লেগে যেতে পারে। কিন্তু এ বছরের শেষের দিকে সেখানে স্থানীয় পরিষদের নির্বাচন। কবে নাগাদ সরানো হবে, সে সিদ্ধান্তটা এর আগেই নেয়া হতে পারে।

শেয়ার করুন