নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ান নারীদের হেক্সা জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:২২ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:২২ অপরাহ্ণ

ফলো করুন-
অস্ট্রেলিয়ান নারীদের হেক্সা জয়

বিশ্বকাপে হেক্সা জয়ে অস্ট্রেলিয়া নারী দলের উল্লাস। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠা দক্ষিণ আফ্রিকার নারী দলের স্বপ্ন ছোঁয়ার। কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিল অস্ট্রেলিয়া নার‌ী দল। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) কেপটাউনে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রান তুলেছিল তারা। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৩৭ রানে শেষ হয় প্রোটিয়া মেয়েদের ইনিংস।

আরও পড়ুন। ফুটবলের ‘অস্কার’-এ মনোনয়ন পেলেন মেসি

এনিয়ে টানা তৃতীয় ও রেকর্ড ষষ্ঠবার মেয়েদের টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়নের মুকুট পড়ল অজিরা। এর আগে ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮ ও ২০২০ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক বেথ মুনি। ওপেন করতে নেমে তিনি ৭৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। ৫৩ বলে একটি ছক্কা এবং নয়টি চারের সাহায্যে ইনিংস সাজিয়েছেন তিনি।প্রোটিয়াদের পক্ষে ওপেনার লরা উলভার্ট ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেললেও অন্যদের ব্যর্থতায় দল হাসেনি। ম্যাচসেরা হয়েছেন বেথ মুনি। ব্যাট হাতে ১১০ রান করার পাশাপাশি বল হাতে ১০টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন চ্যাম্পিয়ন দলের অ্যাশলেই গার্ডনার। সূত্র : সাম্প্রতিক দেশকাল

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন