নিউইয়র্ক     রবিবার, ২৩শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৯ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ০৬:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৪ | ০৬:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এক বছরে ৩৫ ডলার বেড়ে দুই হাজার ৭৮৪ ডলার হওয়ার তথ্য দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস।

চলতি অর্থবছরের সাত মাসের সাময়িক হিসাব প্রকাশ করে বিবিএস মঙ্গলবার জানিয়েছে, গত ২০২২-২৩ অর্থবছর শেষে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৪৯ ডলার, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দুই লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা। এবার তা বেড়ে তিন লাখ ছয় হাজার ১৪৪ টাকা হয়েছে।

টাকার অঙ্কে এই প্রথমবার মাথাপিছু বার্ষিক গড় আয় তিন লাখ টাকা ছাড়াল। প্রতি ডলারের বিনিময় হার ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে আয়ের হিসাব করেছে বিবিএস।

গত ২১ মে মঙ্গলবারের প্রতিবেদনে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় ও খাতভিত্তিক উৎপাদনের সাময়িক তথ্য দিয়েছে পরিসংখ্যান ব্যুরো।

সাময়িক হিসাবে চলতি মূল্যে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে ৫০ লাখ ৪৮ হাজার ২৭ কোটি টাকা হয়েছে। বিদেশি মুদ্রায় এর পরিমাণ ৪৫৯ বিলিয়ন ডলার।

গত ২০২২-২৩ অর্থবছর শেষে জিডিপির আকার ছিল চলতি মূল্যে ৪৪ লাখ ৯০ হাজার ৮৪২ কোটি টাকা। বৈদেশিক মুদ্রায় তা ছিল ৪৫২ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের সাত মাসের স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির প্রক্কলন হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। গত ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে তা ৫ দশমিক ৭৮ শতাংশ ছিল।

মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়।

চলতি অর্থবছরের সাময়িক হিসাবে দেশের জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার। গত বছরের সাময়িক হিসাবে যা ১৭ কোটি সাত লাখ ৯০ হাজার ছিল।- সুত্র ওয়েব পোর্টাল বিডিনিউজ২৪.কম

শেয়ার করুন