নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১০:০২ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১০:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

গত ৭ মার্চ সন্ধ্যায় লেক ওয়ার্থ এর একটি রেষ্টুরেন্টে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়। ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষ্য ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা নান্নু আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তি যোদ্বা এম ফজলুর রহমান।

এতে আরো বক্তব্য করেন ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগ সহ-সভাপতি নাফিজ আহমেদ জুয়েল, এম রহমান জহির, লিটন খান, রানা খান, শেখ বাবুল, ওসমান চৌধুরী অপু, ফারুক আহমেদ, সম্মানিত সদস্য বুলবুল চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম, ষ্টেট আওয়ামীলীগের যুগ্ন- সম্পাদক আনোয়ার খান দিপু, তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, আওয়ামীলীগ নেতা সৈয়দ মাহাবুব, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক, সদস্য এ, কে, এম তাজুল ইসলাম, নুর খান , আলী আক্কাস, মহিউদ্দীন বাপ্পী, মাজেদুল হক আদর, আশরাফ কামাল, মহিলা আওয়ামীলীগের সভাপতি জেমী খান, সহসভাপতি ডলি আহমেদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরান তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগ এর সহ-সভাপতি শেখ বাবুল। সভায় প্রধান অতিথি বলেন ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষনের স্মৃতিচারন করেন। উনি বলেন বঙ্গবন্ধু সকল চাপকে উপেক্ষা করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্ন নেছার পরামর্শে নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে বাঙ্গালী জাতিকে মুক্তিযুদ্বের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন। উনি আমেরিকায় জন্মগ্রহনকারী বাঙ্গালী আমেরিকানদের বঙ্গবন্ধু তথা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরার আহ্বান জানান! সভার সভাপতি নান্নু আহমেদ বলেন- প্রতিটা মুক্তিযোদ্বার আলাদা আলাদা স্মৃতি চারন থাকে । প্রতিটা স্মৃতি চারন ই গৌরবের । প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন