নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মের কল বাতাসে নড়ে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪ | ০৩:০৬ অপরাহ্ণ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ | ০৩:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
ধর্মের কল বাতাসে নড়ে

আহবাব চৌধুরী খোকন : কথায় আছে“ধর্মের কল বাতাসে নড়ে” দেশে বর্তমান সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতি ও দুর্শাসনের কথা এতোদিন কেবল বিএনপি ও কিছু বিরোধী দলীয় নেতৃবৃন্দের মুখ থেকে শুনা যাচ্ছিল ।এখন ৭ই জানুয়ারী অনুষ্টিতব্য একতরফা নির্বাচনকে সামনে রেখে সরকারী দলের নেতারা পরস্পরের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়ে একে অপরের বিরুদ্ধে দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ করছেন। এতে বেরিয়ে পড়ছে থলের বিড়াল। নির্বাচন নিরপেক্ষ হবে না এমনকি রাতে নৌক্কা মার্কায় সিল মেরে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হবে এমন কথা ও তারা প্রকাশ্য বলতে দ্বিধা করছেন না । পাঁচ বছরে অবৈধ পথে কে কত টাকার সম্পদ গড়েছেন এমন কথা আজ বেরিয়ে আসছে আওয়ামীলীগ নেতাদের মুখ থেকে। হবিগঞ্জের ৪ আসনে স্বতন্ত্র পার্টি আওয়ামীলীগ নেতা ব্যারিষ্টার সুমন বলছেন বর্তমান সংসদ সদস্য ও সরকারের বেসামরিক বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পাঁচ বছরে এলাকার কোন উন্নয়ন করেননি ।শুধু দুর্নীতি করে নিজের জন্য সম্পদের পাহাড় গড়েছেন আর এখন জনগনকে বলছেন ইগলে ভোট দিয়ে কোন লাভ হবে না ।রাতে ভোটের রেজাল্ট পরিবর্তন করে নৌকাকে জিতানো হবে।” আবার অপর প্রার্থী এনপি মাহবুব আলী ব্যারিষ্টার সুমনকে পাকিস্থানের অনুচর ও মিথ্যুক আখ্যায়িত করে বলেছেন মিথ্যা কথা বলায় তার জুড়ি নেই।সিলেট-৩ আসনে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডাঃ দুলাল বলছেন বর্তমান সাংসদ হাবিব চুরের সর্দার ।চাঁদাবাজী হচ্ছে তার পেশা। গত দুই বছরে তিনি জনগনের জন্য কোন কাজ না করলেও শুধু মিথ্যা মামলায় জড়িয়ে নিরিহ মানুষকে হয়রানী করেছেন। এখন সময় এসেছে তার লাগাম ঠেনে ধরার।।পার্লামেন্টে দাড়িয় যে বিদ্যুৎতের বিল বাড়ানোর প্রস্তাব করে সাধারণ মানুষের বিড়ম্বনা বাড়াতে চায় সে আর যাহাই হোক এমপি হওয়ার যোগ্যতা রাখে না।আবার কেউ কেউ এমন কথা বলছেন নৌকায় কাওয়া উটে পড়েছে ।এই নৌকাকে এখন নদীতে ডুবিয়ে কাওয়া মুক্ত করতে হবে ।

সিলেট – ৬ আসনে আওয়ামীলীগের ডামি প্রার্থী সরওয়ার হোসেন বলছেন পনের বছরে বর্তমান এমপি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজ এলাকার চার পয়সার কোন উন্নয়ন না করলেও সরকারী অর্থ চুরি করে নিজের আখের গুছিয়েছেন।গত ২০১৮ সালের নির্বাচনে তিনি নিজে রাতে নাহিদের পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে নাহিদসাহেবকে জিতিয়েছিলেন।এখন সেই দিন আর আসবে না। এখন আর রাতে ভোট হবে না।দিনের ভোট দিনেই করতে হবে।স্থানীয় উপজেলা চেয়ারম্যান পল্লবও এমপি নাহিদকে চুরের সর্দার বলে বিভিন্ন জনসভায় বক্তব্য রেখেছেন। তবে এই এলাকায় এমন খবর ও বাতাসে বেসে বেড়াচ্ছে জনৈক পুলিশ কর্মকর্তা নাকি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের ডেকে ডেকে ম্যাসেজ দিচ্ছেন সোনালী আশের প্রার্থী শমসের মুবিনকে ভোট না দিলে খবর আছে ।নাহিদ নাকি বসে পড়েছেন । সংবাদপত্রে দেখলাম স্থানীয় প্রশাসন থেকে বলা হচ্ছে সিলেট ৫ আসনে নৌকায় ভোট না দিয়ে ফুলতলীর কেতলি মার্কায় ভোট দিতে। এখানে আওয়ামীলীগ প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুক আহমদ আবার বলছেন নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোন আলামত তিনি দেখছেন না। এরকম চলতে থাকলে শেষপর্যন্ত হয়তো তিনি নির্বাচন বয়কট করবেন।

গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী সভায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, এইবার বুইঝা-শুইনাই নামছি চোর ক্যামনে আটকাইতে হয়। ২০১৪ ও ১৮-তে ভোট চুরির কাজটা আমিই করেছিলাম। এইবার ক্যামনে আটকাইতে হয় সেই কাজটা ও করবো। জাহাঙ্গীর আলম বলেন, অনেকেই বলে, ভোট দিব ট্রাকে, যাইবোগা নৌকা মার্কায়। আমি আপনাগো বইলা যাই, ২০১৪ করেছি, ২০১৮ করছি, এটা ২০২৪ সাল। বাক্সের মধ্যে হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে । শেরপুর-১ আসনের নৌকা প্রতীকের হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে নির্বাচনি কাজে বাধা ও নানা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলনে করেছেন স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয় আওয়ামীলীগ নেতা ছানুয়ার হোসেন ছানু।লিখিত বক্তব্যে ছানু বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি আতিউর রহমান আতিক নৌকা প্রতীকে এবং আমি ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অবগত রয়েছেন। কিন্তু আতিউর রহমান আতিক নির্বাচনি মাঠে আমার বিভিন্ন কেন্দ্রের সমর্থকদের ওপর হামলা করে হাত-পা ভেঙে দিয়েছেন। আমার কেন্দ্র ভাঙচুর করেছেন। এছাড়াও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন আমার কর্মীদের।, আতিকের মেয়ে ডা. শারমিন রহমান অমি শেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত একজন সরকারি কর্মকর্তা হয়েও প্রকাশ্যে নৌকার পক্ষে নির্বাচনে নেমেছেন। তারা ভোটের দিন সকল কেন্দ্র সিল মারার প্রস্তুতি নিয়েছেন এমন খবরও তার নিকট রযেছে।অথচ পুলিশ ও স্থানীয় প্রশাসন সবকিছু জেনেও প্রয়োজনীয় কোন পগক্ষেপ নিচ্ছে না।

যশোর ৫ আসনে আসনে নৌকার মার্কার প্রার্থী হচ্ছেন বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী। নৌকার কর্মীদের বিরুদ্ধে ইয়াকুব আলী নির্বাচনি গাড়িবহরে হামলা ও ভাঙচুর করার অভিযোগ এনেছেন ।নির্বাচনী মাঠে তিনি সক্রিয় ইয়াকুব আলীর অভিযোগ প্রতিপক্ষের হামলা ও ভয়-ভীতি প্রদর্শণের কারণে ভোটারদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে।তিনি বলেছেন তার ভোটারদের কেন্দ্র না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ভোট গণনা ঠিকমতো হবে না। এমনকি ভোট গণনার পরে ভোটের রেজাল্ট ও তারা পরিবর্তন করে ফেলবেন ।ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ।কাজী জাফর উল্লাহ বলেন, তিনি (এসপি) ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ নিয়েছেন। কারণ ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থীরা সবাই টাকাওয়ালা। ‘টাকা আছে যেখানে আমাদের প্রশাসন এসপি আছে সেখানে’। তিনি চান না সদরপুর-ভাঙ্গাতে নৌকা জিতুক। টাকার জন্য তিনি নৌকা হারাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়েছেন।

বর্তমান আওয়ামীলীগ নেতাদের এই পরস্পর বিরোধী বক্তব্য এবং অভিযোগ- পাল্টা অভিযোগ এবং সেই সাথে নির্বাচন নিয়ে সন্ধেহ অবিশ্বাস শুনে অনেককেই এখন বলতে শুনা যায় “ধর্মের কল বাতাসে নড়ে” । সুষ্ট নির্বাচনের জন্য বিরোধী দল দেশে নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের যে দাবী জানিয়ে আসছিলো সরকার এতো দিন তা না মানলেও এখন আওয়ামীলীগ নেতারা ঘুরে ফিরে একথাই জানান দিচ্ছেন দলীয় সরকারের অধিনে সুষ্ট নির্বাচন সম্ভব নয় । আহবাব চৌধুরী খোকন কলামিষ্ট ও কমিউনিটি এক্টিভিষ্ট, নিউইয়র্ক ।

শেয়ার করুন