নিউইয়র্ক     মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইস্টার্ন ইনভেস্টমেন্ট’র সিইও নূরুল আজিম এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪ | ০১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ | ০১:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইস্টার্ন ইনভেস্টমেন্ট’র সিইও নূরুল আজিম এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশিষ্ট রিয়েল এষ্টেট ইনভেষ্টর ও ইস্টার্ন ইনভেস্টমেন্ট’র সিইও, কম্যুনিটির অতি পরিচিতমুখ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের পৃষ্ঠপোষক নূরুল আজিম গত ২৯ মার্চ শুক্রবার উপসাইডের গুলশান টেরেসে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। কম্যুনিটির সর্বস্তরের মানুষের বিপুল উপস্থিতিতে হলে তিল ধারনের ঠাঁই ছিল না।

উপস্থিত সবাইকে স্বাগতম ও ধন্যবাদ জানিয়ে ইফতার মাহফিলের আয়োজক ন‚রুল আজিম বলেন, আপনারা সবাই আমার প্রধান অতিথি। সকলের সরব উপস্থিতি তাঁর প্রতি সবার ভালবাসার বহি:প্রকাশ বলে উল্লেখ করেন নুরুল আজিম।

তিনি বলেন,আপনাদের সবার সঙ্গে ইফতার করতে পারা আমার জন্য আনন্দের এবং দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ইস্টার্ন ইনভেস্টমেন্ট’র সিইও ন‚রুল আজিম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

ইফতার পার্টিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ইমাম আবু জাফর বেগ। কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান করেন মাওলানা শহিদুল্লাহ।

দোয়া ও ইফতারের আগে ন‚রুল আজিম’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং নুরুল আজিমকে বাংলাদেশ কমিউনিটির একজন সুহৃদ হিসাবে উল্লেখ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ ও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসাসিয়েশান (জেবিবিএ)-র সভাপতি গিয়াস আহমেদ।

ইফতার পার্টিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভুমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাবউদ্দিন সাগর, বাংলা চ্যানেল টিভির শাহ জে চৌধুরী, চ্যানেল আই-র রাশেদ আহম্মদ, টাইম টিভি-বাংলা পত্রিকার এবিএম সালাহউদ্দিন আহমেদ, মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়রুল ইসলাম, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী রফিক খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জনপ্রিয় কন্ঠশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভীন, ইবরার টিপু, রনো নেওয়াজ,নীলিমা শশী, কৃষ্ণা তিথি খান, শাহ মাহবুব, মিরয়ম ম্যারিয়া, জনপ্রিয় উপস্থাপিকা শামসুন্নাহার নিম্মি, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসাসিয়েশান (জেবিবিএ)-র সেক্রেটারী ফাহাদ সোলায়মান ও তারেক হাসান খান, ইঞ্জিনিয়ার আবদুল খালেক ও এডভোকেট রেজওয়ানা সেতু, কম্যুনিটি এক্টিভিষ্ট ময়নুজ্জামান চৌধুরী, কম্যুনিটি এক্টিভিষ্ট কাজি আজম ও ফিরোজ আহমেদ, আশা হোম কেয়ার এর আকাশ রহমান, অলিভ আহমেদ, মোহাম্মদ এন মজুমদার মাষ্টার অফ ল, খলিল বিরিয়ানীর শেফ খলিলুর রহমান, জামদ নেতা নুরে আলম জিকু, রিয়েলটর মাসুদ সিরাজী, মাকসুদ চৌধুরী, ইভেন্ট অর্গানাইজার জামান মুনির ও আলমগীর খান আলম, কুইন্স প্যালেসের সত্তাধিকারী মোস্তাকিম, লায়ন আব্দুর রশীদ বাবু , লায়ন রকি আলিয়ান ও লায়ন জেএফএম রাসেল, লায়ন হাসান জিলানী, সেলিম ইব্রাহিম, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল বাতেন, বক্সার সেলিম, চট্টগ্রাম সমিতির আবু তাহের, বাংলাদেশ সোসাইটি, নিই ইয়র্ক এর ফারহানা চৌধুরী, বাংলাদেশ লীগ অফ আমেরিকার শাকিল, মোহাম্মদ কাশেম, সাইফুল ইসলাম, মোহাম্মদ আকন্দ, ঢাকা থেকে আগত জাতীয় পার্টি নেত সুনীল শুভ রায় প্রমুখ।

শেয়ার করুন