নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালো’র উদ্যোগে জ্যামাইকায় ৭ শতাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ | ১২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
ভালো’র উদ্যোগে জ্যামাইকায় ৭ শতাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ

নিঊইয়র্কের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠনন ‘ভালো’র উদ্যোগে আবারো জ্যামাইকার খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে ১৭৩ স্ট্রীট এন্ড হিলসাইড এভিনিউ ঠিকনায় সর্বস্তরের ৭ শতাধিক মানুষের মাঝে চাল, তেল, পিয়াজ, চা, চিনি, সেমাই, নুডুলস, বিস্কুট, চিপস প্রভৃতি খাবার বিতরণ করা হয়। পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর-কে কেন্দ্র করে এসব খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।

ভালো’র খাদ্য বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট জুমানী উইলিয়াম। এসময় সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, সিটির মেয়র অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর বাসার সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তারা ভালো পরিচালিত সিনিয়র সিটিজেন সেন্টারে সংগঠনের কর্মকর্তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ভালো’র প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমানের নেতৃত্বে সংগঠনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা উল্লেখিত মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন। এসময় ১৭২ স্ট্রীট এন্ড হিলসাইড এভিনিউ থেকে শুরু করে লিটল বাংলাদেশ ও ১৬৯ স্ট্রীট হয়ে সিডার ক্রফট স্ট্রীট পর্যন্ত বিশাল লাইনে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টোকেন গ্রহণ করার পর একে একে খাদ্য গ্রহণ করেন। কেউ কেউ সকাল ৯টা থেকে লাইনে দাঁড়ান। খাদ্য বিতরণ কর্মসূচী শুরু হয় বেলা দুইটার দিকে। খবর ইউএনএ’র।

শেয়ার করুন