নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাসের ভাড়া ২.৯০ ডলার করার প্রস্তাব

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৩ | ০২:১০ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ মে ২০২৩ | ০২:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাসের ভাড়া ২.৯০ ডলার করার প্রস্তাব

নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাসের ভাড়া বর্তমানে ২.৭৫ ডলার থেকে বাড়িয়ে ২.৯০ ডলার করার প্রস্তাব করেছে মেট্রপলিটার ট্রান্সপোর্ট অথরিটি। জুলাইয়ে মেট্রপলিটার ট্রান্সপোর্ট অথরিটি (এমটিএ)-র বোর্ড সভায় ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাশ হলে আগামী লেবার ডে (১লা সেপ্টেম্বর) থেকে তা কার্যকর করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন বিনাভাড়ায় সাবওয়ে এবং বাস ব্যবহার করায় বছরে প্রায় ৬৯০ মিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে মেট্রপলিটার ট্রান্সপোর্ট অথরিটি (এমটিএ)। কর্তৃপক্ষ আরো জানিয়েছে বর্তমানে গড়ে প্রতিদিন প্রায় ৪ লক্ষ যাত্রী বিনা ভাড়ায় নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ব্যবহার করছে। ফলে ব্যয় নির্বাহে ভাড়া বৃদ্ধি ছিল শেষ পদক্ষেপ।

মেট্রপলিটার ট্রান্সপোর্ট অথরিটি (এমটিএ) আরো জানিয়েছে বর্তমানে নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাসে যাত্রী পরিবহনের হার কোভিড প্যােন্ডমিকের পুর্বকালীন সময়ের তুলনায় ৭০-৭৫% ফিরে এসেছে।

শেয়ার করুন