নিউইয়র্ক     শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগুনের তীব্রতা বাড়ছেই, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ০১:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ০১:০৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
আগুনের তীব্রতা বাড়ছেই, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

আগুনে পুড়ছে বঙ্গবাজার। ছবি : কালবেলা

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৫০ ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪৭টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বঙ্গবাজারের আগুনের ঘটনায় রাজধানীতে ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে, সব ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতর খবর পাওয়া যায়নি। এদিকে বঙ্গবাজারে আগুনের খবর পেয়ে শত শত ব্যবসায়ী ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। অনেকে রাস্তায় বসে পড়ে আহাজারি করতে থাকেন। সূত্র : দৈনিক কালবেলা

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন