নিউইয়র্ক     সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩ | ০৬:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ | ০৬:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনেক বছর ধরে শূন্যরেখায় কিছু রোহিঙ্গা ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা মাদককারবারিদের সঙ্গে জড়িত ছিল। তবে রাখাইনে দু’পক্ষের যুদ্ধের কারণে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকেছে। শূন্যরেখায় এখন আর কোনো রোহিঙ্গা নেই। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

আর কোনো রোহিঙ্গাকে নেওয়া হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব লোককে ঢুকতে দেইনি। তবে যারা ঢুকে পড়েছেন, তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। তাদের মধ্যে অনেকের ইউএনইচসিআর’র কার্ড রয়েছে। ওদের তো আমরা বিদায় করতে পারছি না। লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন