নিউইয়র্ক     মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৩ সালে ফোবানা সম্মেলন কানেকটিকাটে, দায়িত্ব পেয়েছে ‘বাক’

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২ | ০৩:২৬ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২২ | ০৪:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
২০২৩ সালে ফোবানা সম্মেলন কানেকটিকাটে, দায়িত্ব পেয়েছে ‘বাক’

নিউইয়র্ক : আগামি ২০২৩ সালে কানেকটিকাটে ফোবানা সম্মেলন আয়োজনের আনুষ্ঠানিক অনুমোদনপত্র পেয়েছে কানেকটিকাটে বাংলাদেশী-আমেরিকানদের সক্রিয় সংগঠন ‘বাংলাদেশ আমেরিকা এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)’।

গত ২ নভেম্বর, বুধবার অপরাহ্নে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ফোবানা স্টিয়ারিং কমিটি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ,এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজসহ নের্তৃবৃন্দ বাক’র কর্মকর্তাদের হাতে অনুমোদনপত্র (এওয়ার্ড লেটার) আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

কর্মকর্তারা উপস্থিত সাংবাদিকদের জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে লেবার ডে উইকএন্ড-এ ফোবানার স্বাগতিক সংগঠন বাংলাদেশ আমেরিকা এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এখন থেকেই সম্মেলন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করবে। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ২০২৩ এর ফোবানা সম্মেলন সফলে মিডিয়াসহ প্রবাসীদের সহযোগিতা কামনা করেন ফোবানা নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ফোবানা স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. খন্দকার মাসুদুর রহমান, কাজী আজম, ফিরোজ আহমেদ, ফাহাদ সোলাইমান, মাকসুদুল হক চৌধুরী, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ এবং বাংলাদেশ আমেরিকা এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর এর সভাপতি নূরুল আলম, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ময়নুল হক চৌধুরী হেলাল ও উপদেষ্টা আব্দুল মান্নান চৌধুরী।

শেয়ার করুন