নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্দিকবাজার বিস্ফোরণে আরেকজনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩ | ০৪:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৩ | ০৪:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিদ্দিকবাজার বিস্ফোরণে আরেকজনের মৃত্যু

রাজধানীর সিদ্দিকবাজার বিস্ফোরণের ঘটনায় মো. হাসান (৩২) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। রবিবার (২৬ মার্চ) সকাল ৯টা ১১ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সত্যতা নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। তিনি বলেন, হাসান আইসিইউতে লাইফ সাপোর্ট চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়াও বিভিন্ন ইঞ্জুরি ছিল।

সিদ্দিকবাজারের বিস্ফোরণস্থল (ছবি: ফোকাস বাংলা)

জানা গেছে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আবু আহমেদ সিদ্দিকীর ছেলে। সে সিদ্দিকবাজার ফুটপাতে স্কুল ব্যাগের ব্যবসা করতেন, সেখানেই থাকতেন তার পরিবার গ্রামের বাড়িতে থাকতো। সূত্র : বাংলা ট্রিবিউন

শেয়ার করুন