নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে মুক্তি অনিশ্চিত

‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

‘শনিবার বিকেল’ নিয়ে বাংলাদেশের দর্শকদের জন্য আপাতত কোনো সুখবর নেই। মোস্তফা সরয়ার ফারুকীর এ সিনেমা কয়েক বছর ধরে আটকে আছে সেন্সর বোর্ডে। একাধিকবার ছাড়পত্র দিতে চেয়েও সে সিদ্ধান্ত থেকে পিছু হটেছে সেন্সর বোর্ড। এই যখন পরিস্থিতি তখন কিছুটা হলেও স্বস্তির সংবাদ পেলেন নির্মাতা ফারুকী। আগামী ১০ মার্চ শনিবার বিকেল মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে সিনেমাটি উত্তর আমেরিকায় মুক্তি দিচ্ছে সিঙ্গাপুরভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানানো হয়েছে।

এ খবরে স্বস্তি প্রকাশ করে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমি ভীষণ খুশি, সিনেমাটি অবশেষে দর্শকদের দেখাতে পারছি। আমাদের দেশের দর্শকদের জন্য সিনেমাটি খুব গুরুত্বপূর্ণ, চেয়েছিলাম বাংলাদেশে আগে মুক্তি দিতে। কিন্তু তা সত্ত্বেও আমি খুশি, কারণ সারা বিশ্বের দর্শকেরা সিনেমাটি দেখবেন, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে সে যাত্রা শুরু হচ্ছে।’

আরো পড়ুন । বিয়েতে ভরসা নেই শেহনাজের

কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সিইও শ্রেয়সী সেনগুপ্ত বলেন, ‘দীর্ঘ চার বছরের শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর বাংলাদেশের সবচেয়ে আধুনিক নির্মাতা মোস্তফা ফারুকীর শনিবার বিকেল সিনেমাটি আমরা দর্শকদের সামনে আনতে চলেছি, এটা ভীষণ ভালো লাগার খবর।’ রিয়ালেন্স এন্টারটেইনমেন্টের ওভারসিস বিজনেস প্রধান ধ্রুব সিনহা বলেন, ‘শনিবার বিকেল সিনেমার মাধ্যমে প্রখ্যাত নির্মাতা ফারুকীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এ সিনেমার হাত ধরে বাংলাদেশের সিনেমার জন্য বিশ্বের দুয়ার উন্মুক্ত হতে চলেছে।’যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির ঘোষণার পরই গতকাল সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে শনিবার বিকেলের ট্রেলার।

১ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারের আগাগোড়া সাসপেন্সে মোড়া। জঙ্গিরা একটি অভিজাত রেস্তোরাঁয় ঢুকে নির্বিচারে গুলি চালায়। অনেককে জিম্মি করে। তারা মূলত খুঁজছে একজন ভারতীয় নাগরিককে। সবাইকে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে, এর মধ্যে ওই ভারতীয় নাগরিককে খুঁজে বের করে দিতে হবে। জঙ্গিদের তৎপরতা, জিম্মি হওয়া মানুষের দুর্দশা, আতঙ্ক— সব মিলিয়ে রেস্তোরাঁর ভেতরে বিভিন্ন পরিস্থিতি উঠে এসেছে ট্রেলারে। জঙ্গিদের দলে দেখা গেছে ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইরেশ যাকের ও মনোজ প্রামাণিককে। এ ছাড়া মামুনুর রশীদ, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশাকে দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। সূত্র  : আজকের পত্রিকা

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন