নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের ওপর কী কারণে নিষেধাজ্ঞা, জানতে চায় ঢাকা

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
র‌্যাবের ওপর কী কারণে নিষেধাজ্ঞা, জানতে চায় ঢাকা

২০২১ সালের ডিসেম্বরে র‌্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তখন থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে আসছে বাংলাদেশ। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সফরের সময় বিষয়টি আলোচিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘র‌্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি সবসময় আমরা তুলে থাকি।’

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা কতটুকু যৌক্তিক জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটি আমি জানি না। যারা নিষেধাজ্ঞা দিয়েছে, তারা কিছু লোক বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিস্তারিত বক্তব্য দেননি যে, কী কী কারণে তারা নিষেধাজ্ঞাটি আরোপ করলো।’

আব্দুল মোমেন বলেন, ‘তারা মোটামুটি বলে দিয়েছেন যে, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু কী কারণে দিলেন— সেটি আমরা জানতে চাই। এটি হলে (কারণ জানালে) আমরা আরও ভালোভাবে বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু তারা নির্দিষ্ট করে বলেননি যে— এ কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সূএ : বাংলা ট্রিবিউন
পরিচয়/সোহেল

শেয়ার করুন