নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র আসছেন পররাষ্ট্রমন্ত্রী, উদ্বোধন করবেন নবনির্মিত শহীদ মিনার

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:১৫ অপরাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্র আসছেন পররাষ্ট্রমন্ত্রী, উদ্বোধন করবেন নবনির্মিত শহীদ মিনার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: ফাইল

টানা এক সপ্তাহের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী লস অ্যাঞ্জেলেসের প্যারিস শহরে নবনির্মিত একটি শহীদ মিনার উদ্বোধন করবেন তিনি।

তিনি আরো বলেন, প্যারিসের সিটি কর্তৃপক্ষ ও প্রবাসী বাংলাদেশীদের যৌথ উদ্যোগে এ শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, মন্ত্রী নিউইয়র্ক সফর শেষে ২৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী সেখানে একটি পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ কর্নার উদ্বোধন করবেন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তৃতা করবেন। সেহেলি জানান, মোমেন ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একাধিক বৈঠকে যোগ দেবেন। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন