নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংক এর সুদের হার ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৩ | ০১:২২ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৩ | ০১:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংক এর সুদের হার ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম পুনরায় সুদহার বাড়াল । মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বুধবার এ হার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানো হয়েছে। ফলে এ হার উঠেছে ৫ থেকে ৫ দশমিক ২৫ শতাংশের মধ্যে। এ নিয়ে ১৪ মাসে ১০ বার এই সুদহার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। নীতি সুদহার পৌঁছেছে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে।

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনও অনেক বেশি। মূল্যস্ফীতি খুব দ্রুত কমে আসবে এমনটিও বলা যাচ্ছে না। কমতে আরও কিছুটা সময় লাগবে। এ পরিপ্রেক্ষিতেই নীতি সুদহার বাড়ানো হয়েছে বলে জানান তিনি। তবে খুব শিগগিরই এ সুদহার আর বাড়ানো হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন জেরোম পাওয়েল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অন্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। গত বছরের জুলাই মাসে দেশটির মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়ে যায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার দফায় দফায় বাড়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি অনেকটা কমে এসেছে। গত মার্চ মাসে কমে হয়েছে ৪ দশমিক ৯৮ শতাংশ। তবে এখনও তা ফেডারেল রিজার্ভ ঘোষিত লক্ষ্যমাত্রার মধ্যে আসেনি। মূল্যস্ফীতি ২ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের।

সুইটি/পরিচয়

শেয়ার করুন