নিউইয়র্ক     মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনের সময় পার্কে গুলি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪ | ১২:২১ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ | ১২:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনের সময় পার্কে গুলি

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সময় একটি পার্কে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, বুধবার দেশটির ফিলাডেলফিয়া শহরে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১৫ বছর বয়সী সশস্ত্র এক কিশোর রয়েছে, যাকে পুলিশ গুলি করেছিল। তার হাত ও পায়ে গুলি লেগেছে। গোলাগুলির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ ওই কিশোরও রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

তবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরকে নিশানা করে এই ঘটনা ঘটেছে, তেমন কোনো ইঙ্গিত দেয়নি স্থানীয় পুলিশ। পুলিশ কমিশনার কেভিন বেথেল সাংবাদিকদের বলেছেন, আজ আমাদের ভাগ্য ভালো যে, বেশি মানুষ গুলিবিদ্ধ বা কেই নিহত হননি। তিনি জানান, বিকালের দিকে ওয়েস্ট ফিলাডেলফিয়া পার্কে ঈদ উদযাপন করছিলেন হাজারখানেক মানুষ। তখন প্রায় ৩০টি গুলি চালানো হয়।

শেয়ার করুন