নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিমদের নিয়ে ওবামার মন্তব্যকে ভণ্ডামি বললেন ভারতীয় মন্ত্রী

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩ | ০১:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ জুলাই ২০২৩ | ০১:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
মুসলিমদের নিয়ে ওবামার মন্তব্যকে ভণ্ডামি বললেন ভারতীয় মন্ত্রী

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ‘ভণ্ডামি’ করার অভিযোগ এনেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ওবামার মন্তব্যের জেরে এ অভিযোগ আনেন ভারতের অর্থমন্ত্রী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের সময় ওবামা সিএনএনকে বলেছিলেন, ‘হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে মুসলিম সংখ্যালঘুদের সুরক্ষার ইস্যুটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচনার ইস্যুতে থাকা উচিত।

ওবামা বলেছিলেন, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে ভারতে একসময়ে ভাঙন শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এক সংবাদ সম্মেলনে রবিবার এ বিষয়ে কথা বলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে সফর করছেন, তখন ওবামার এমন মন্তব্যে আমি হতবাক হয়েছি।’

সীতারামন বলেন, ‘তিনি (ওবামা) ভারতীয় মুসলমানদের সম্পর্কে মন্তব্য করেছেন। অথচ সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে তার আমলেই বোমাবর্ষণ করা হয়েছিল। কেন কেউ এই ধরনের লোকদের অভিযোগ শুনবে?’ মোদির হিন্দু-জাতীয়তাবাদী দলের অধীনে ভারতে মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ভারত সরকারের দাবি, তারা সব নাগরিকের সঙ্গে সমান আচরণ করে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, হোয়াইট হাউজে আলোচনার সময় মোদির সঙ্গে মানবাধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সংবাদ সম্মেলনে দাবি করেন, তার সরকারের অধীনে সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও বৈষম্যের ঘটনা ঘটেনি। সূত্র : দ্য গার্ডিয়ান

সাথী/পরিচয়

শেয়ার করুন