নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভালো গল্প হলে দর্শক দেখবেই’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ০১:১২ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৩ | ০১:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘ভালো গল্প হলে দর্শক দেখবেই’

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা রোজিনা

‘অসংখ্য সিনেমায় দর্শকরা আমার অভিনয় দেখেছেন। তাদের ভালোবাসায় আজ আমি রোজিনা হয়েছি। তবে এবার প্রথম একটি সিনেমা পরিচালনা করলাম। দীর্ঘ সময় অভিনয় করে কিছুটা হলেও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। যে গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি সেটাও দীর্ঘদিনের পরিকল্পনায় নির্মিত হয়েছে। হুট করেই পরিচালনায় আসিনি। সেই জায়গা থেকে আমার বিশ্বাস, আমার পরিচালিত প্রথম চলচ্চিত্রটি দর্শকরা গ্রহণ করবেন।’ নিজের পরিচালিত প্রথম সিনেমা প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা রোজিনা। ‘ফিরে দেখা’ শিরোনামের এই সিনেমাটি শুক্রবার (১৬ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটি নির্মাণের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন রোজিনা। এছাড়া সরকারি অনুদানের ছবি হলেও সহ-প্রযোজকের ভূমিকাতে রয়েছেন তিনি।

সিনেমাটিতে রোজিনা ছাড়া আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, নিরব-অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে। এদিকে দেশের চলচ্চিত্র গতবছর আশার আলো দেখালেও চলতি বছর সেই ধারাবাহিকতা এখনও চোখে পড়েনি। এমন অবস্থায় নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে প্রত্যাশা কেমন থাকছে জানতে চাইলে রোজিনা বলেন, ‘দেখুন, গতবছর কিন্তু পরাণ ও হাওয়া আমাদের সময় থেকেও বেশি ভালো ব্যবসা করেছে। চলতি বছরও কিছু চলচ্চিত্র ভালো করেছে। ভালো গল্প ও মেকিং ভালো হলে দর্শক দেখবেই। আমিও সুন্দর একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আমার শিল্পীরা অনেক সহযোগিতা করেছে। সবার সহযোগিতায় ভালো একটি সিনেমা তৈরি হয়েছে। সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী। গল্পটা ভিন্ন ধরনের। আমার দর্শকরা যে ধরনের সিনেমা চায় সে অনুযায়ী এটি নির্মিত হয়েছে। এতে দুটি সুন্দর গান আছে। সব মিলিয়ে সিনেমাটি দেখতে দর্শকরা হলে আসবেন এবং দারুণ একটি গল্প দেখে আলোচনা করবেন এই বিশ্বাস আমার রয়েছে।’

সিনেমাটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিরে দেখা মুক্তিযুদ্ধের গ্রামীণ পটভূমির গল্পের সিনেমা। এটি একটি পরিবারের গল্প। যুদ্ধের সময় আর্মিদের সঙ্গে লড়াইয়ের গল্প সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি। সে সময় নারী-পুরুষ সবাই যুদ্ধে অংশ নিয়েছিল। সত্যি বলতে, নানু বাড়ির বাস্তব একটি ঘটনা এ সিনেমায় তুলে ধরা হয়েছে।’ মঞ্চনাটকের মাধ্যমে যাত্রা শুরু করা এই অভিনেত্রী দীর্ঘ ক্যারিয়ারে প্রায় তিনশ সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি এরইমধ্যে নাটক-টেলিফিল্ম নির্মাণ ও প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। প্রতিটি মাধ্যমেই নিজের সফল অবস্থান ধরে রেখেছেন রোজিনা। সূত্র : দৈনিক ইত্তেফাক

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন