নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৩ | ১২:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ২০ মে ২০২৩ | ১২:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে

আগামী কয়েক বছরের মধ্যে আমাদের অতি উত্তপ্ত পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন। এখন থেকে ২০২৭ সালের মধ্যে তাপমাত্রার এই সীমারেখা অতিক্রমের ৬৬ শতাংশ সম্ভাবনা রয়েছে।

বিবিসি জানায়, মানবজাতির কর্মকাণ্ডের কারণে গ্রিনহাউস গ্যাস নির্গমন এবং আবহাওয়ার ধরনের পরিবর্তনের কারণে এই গ্রীষ্মেই এমন তাপমাত্রার সীমা ভাঙার ঝুঁকি বাড়ছে। তবে বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রার এমন লাগামহীন বৃদ্ধির মেয়াদকাল হয়তো সাময়িক সময়ের জন্য হবে।

তবে এক বছরের জন্যও যদি পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তাহলেও এতে উদ্বেগজনক আভাস মিলবে যে, বিশ্বের তাপমাত্রা কেবল বেড়ে চলার পথেই যাচ্ছে, এটি কমে আসার দিকে নয়।

বৈশ্বিক তাপমাত্রা পরিবর্তন বিষয়ক আলোচনাগুলোয় ১.৫ ডিগ্রি সেলসিয়াস মানটি একটি প্রতীকি সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে বিভিন্ন দেশ বৈশ্বিক তাপমাত্রা এই নির্দিষ্ট সীমারেখায় আটকে রাখতে সম্মত হয়।

সুমি/পরিচয়

শেয়ার করুন