নিউইয়র্ক     বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ইইউর গভীর উদ্বেগ

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ইইউর গভীর উদ্বেগ

ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এ জোটের সদস্য দেশগুলোর ঢাকা দূতাবাস। রোববার এক বিবৃতিতে তারা এই উদ্বেগ জানায়। সংক্ষিপ্ত বিবৃতিটি ইইউর বাংলাদেশ মিশনের টুইটারে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতার খবরে ইইউ ও জোটের সদস্য দেশগুলোর ঢাকা মিশন গভীরভাবে উদ্বিগ্ন। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত সব পক্ষকে শান্তিপূর্ণ ও আইনানুগ পন্থায় তা (রাজনীতি) করতে জোরদার উৎসাহ দেয়া হচ্ছে।

সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির পাল্টপাল্টি কর্মসূচি দেখা যাচ্ছে। ঢাকায় বিএনপির সমাবেশ ও পদযাত্রার সময় আওয়ামী লীগকেও ভিন্ন স্থানে কর্মসূচি পালন করতে দেখা গেছে।

এরই ধারাবাহিকতায় গত শনিবার ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা দেয় বিএনপি। এদিন শান্তি সমাবেশ করে আওয়ামী লীগও। দুই পক্ষের কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘাতের খবর মিলেছে। আওয়ামী লীগ এসব সহিংসতার জন্য বিএনপিকে দুষছে। অন্যদিকে বিএনপি তাদের কর্মসূচি বানচালের জন্য দুষছে ক্ষমতাসীনদের। সূত্র : দৈনিক বাংলা

শেয়ার করুন