নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তারিক চয়ন

বাংলাদেশে গ্রামীণ ইউনিক্লো বন্ধ ঘোষণা, ইউনূস সেন্টারের বক্তব্য, নানা আলোচনা

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৩ | ০১:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৩ | ০১:১৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশে গ্রামীণ ইউনিক্লো বন্ধ ঘোষণা, ইউনূস সেন্টারের বক্তব্য, নানা আলোচনা

বাংলাদেশে নিজেদের ব্যবসা বন্ধ করছে তৈরি পোশাকের জন্য স্বনামধন্য জাপানি বৈশ্বিক ব্র্যান্ড ইউনিক্লো। গত বুধবার (১০ মে) গ্রামীণ ইউনিক্লোর ওয়েবসাইট থেকে ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড এক বিবৃতিতে বলেছে, ‘প্রিয় গ্রাহক, আমরা আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গ্রামীণ ইউনিক্লোর ১০টি স্টোর ১৮ জুন, ২০২৩ সালের মধ্যে আমরা বন্ধ করে দেবো এবং (আমাদের) ব্যবসাও বন্ধ হয়ে যাবে।’

“সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন এবং সেই সাথে দেশটির ব্যবসায়িক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমাদের কোম্পানি একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করতে সফল হয়েছে এবং আমরা আমাদের ব্যবসার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি,” বিবৃতিতে এমন দাবি করা হলেও সাফল্য লাভের পর ব্যবসা সম্প্রসারণ না করে উল্টো ব্যবসা গুটিয়ে নেওয়া নিয়ে জনমনে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। অনেক গ্রাহক নিজেদের প্রিয় ব্র‍্যান্ডটি বন্ধ হয়ে যাওয়ার খবরে ভীষণ মর্মাহত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন।

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ এ বিষয়ে বলছেন, আমরা অত্যন্ত দুঃখিত যে গ্রামীণ ইউনিক্লো ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এটি সুপরিচিত ও জনপ্রিয় এক বৈশ্বিক ব্র্যান্ড যা ইউনিক্লো বিক্রয়কেন্দ্রসমূহের মাধ্যমে, বিশেষ করে সারা বিশ্বের মেগা শহরেগুলোতে তাদের অনন্য সব সুপার স্টোরের মাধ্যমে বিশ্বব্যাপী বিপণন করে থাকে। তাদের পণ্য সামাজিক ব্যবসার বার্তা সহকারে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। একটি জনপ্রিয় বৈশ্বিক কোম্পানি পরিচালিত বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার সাফল্যের এই উদাহরণে খুবই আনন্দিত মন্তব্য করে লামিয়া মোর্শেদ বলেন, দুর্দান্ত সাফল্যের পর গ্রামীণ ইউনিক্লোর বন্ধ হয়ে যাওয়া দেখাটা দুঃখজনক। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইউনিক্লোর এমন সিদ্ধান্ত মেনে নিচ্ছি।

উল্লেখ্য, ৩৯ বছরের পুরনো জাপান ভিত্তিক বিশ্বের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর প্যারেন্ট কোম্পানি ‘ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড’ ২০১০ সাল থেকে বাংলাদেশের ‘গ্রামীণ ব্যাংক গ্রুপ’ এর সাথে দারিদ্র‍্য, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে সামাজিক ব্যবসা পরিচালনা করে আসছে। ইউনিক্লো ২০১৩ সালের ০৫ জুলাই রাজধানী ঢাকায় তার প্রথম বিক্রয়কেন্দ্রটির মাধ্যমে এদেশে নিজের যাত্রা শুরু করেছিল। এরপর পর্যায়ক্রমে বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়তে থাকে। গ্রামীণ ব্যাংকের সাথে যৌথ উদ্যোগের সামাজিক ব্যবসার ধারণার কারণে এ দেশে ব্র‍্যান্ডটি ‘গ্রামীণ ইউনিক্লো’ নামে কার্যক্রম পরিচালনা করে আসছিল।সুত্র মানবজমিন

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন