নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের র‍্যাবকে নিয়ে জার্মান বেতার ডয়চে ভেলের রিপোর্ট খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ১১:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ১১:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশের র‍্যাবকে নিয়ে জার্মান বেতার ডয়চে ভেলের রিপোর্ট খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

র‍্যাবকে নিয়ে ডয়চে ভেলে এবং নেত্র নিউজে প্রকাশিত রিপোর্ট সতর্কতার সঙ্গে পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘনকারীকে জবাবদিহির আওতায় আনা উচিত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল। একজন সাংবাদিক এ সময় তার কাছে প্রশ্ন করেন- সম্প্রতি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে এবং সুইডেনভিত্তিক নেত্র নিউজ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে বাংলাদেশে র‍্যাব বিচারবহির্ভূত ও রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত।

প্রথমবারের মতো দু’জন হুইসেলব্লোয়ার এই বাহিনীর ভিতরের তথ্য প্রকাশ করেছেন। বলেছেন, এই হত্যাকাণ্ডে উপরের নির্দেশ থাকতে পারে। এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না ? জবাবে প্যাটেল বলেন, এই আর্টিকেল এবং ভিডিওর বিষয়ে আমরা সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখব। আশা করি বাংলাদেশ সরকারও তা করবে।

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন