নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফার সাথে দ্বন্দ্বে জড়িয়ে মাঠে নামছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২ | ১২:০৬ অপরাহ্ণ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ | ১২:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
ফিফার সাথে দ্বন্দ্বে জড়িয়ে মাঠে নামছে ইংল্যান্ড

কাতার বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ থেকেই ফিফার সঙ্গে এক রকম দ্বন্দ্বে জড়াচ্ছে তারা ফিফার নির্দেশনা অমান্য করে ‘আর্মব্যান্ড’ পড়বেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ও ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেল। একই সঙ্গে ম্যাচ শুরুর আগ মুহূর্তে মাঠে হাঁটু মুড়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে দল দুটি।

মধ্যপ্রাচ্যের দেশ কাতার আয়োজক নির্বাচিত হওয়ার পর থেকেই চলছে নানান সমালোচনা। প্রথমবারের মতো মরুর বুকে ফুটবলের মহাযজ্ঞ আয়োজনে রেকর্ড ২২০ বিলিয়ন ডলার খরচ করেছে দেশটি। তবুও থামছে না সমালোচনা।

বিশ্বকাপের ২২তম আসরে ‘আর্মব্যান্ড’ নিয়ে নির্দেশনা দিয়েছে ফিফা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, জাতিসংঘের সঙ্গে মিলে আর্মব্যান্ডের মাধ্যমে বিশ্বকাপজুড়ে সামাজিক প্রচারণা করা হবে। প্রতিটি রাউন্ডের জন্য থাকছে আলাদা প্রচারণা। কোয়ার্টার ফাইনালে প্রচারণার থিম হবে ‘নো ডিসক্রিমিনেশন (বৈষম্য নয়)।’

তবে নিজেদের সিদ্ধান্তে অনড় ইংল্যান্ড-ওয়েলসসহ সাত দেশ। সমকামী-বিদ্বেষ, বিদেশি নির্মাণশ্রমিকদের করুণ অবস্থা ও অসহায়ত্বের প্রতিবাদের অংশ হিসেবে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন, ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেলসহ সাত দেশের অধিনায়করা ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড জড়িয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন