নিউইয়র্ক     বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট ফিরে আসতেই তাইওয়ান ঘিরে চীনের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ০২:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ০২:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রেসিডেন্ট ফিরে আসতেই তাইওয়ান ঘিরে চীনের মহড়া

ছবি : এপি/ফাইল

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন মার্কিন সফর থেকে ফিরে আসার একদিন পর দ্বীপটি ঘিরে তিন দিনের মহড়া শুরু করেছে চীনের সামরিক বাহিনী। আজ শনিবার (৮ এপ্রিল) বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর দ্য গার্ডিয়ান।

গত ৫ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট সাই। বৈঠকে আরো ছিলেন মার্কিন দ্বিদলীয় প্রতিনিধি দল। স্বশাসিত দ্বীপটিকে বরাবরই নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে আসছে চীন। এই সফর ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটি।

সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ড আজ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, তাইওয়ান প্রণালী এবং তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে ‘পরিকল্পনা অনুযায়ী’ ‘যুদ্ধ প্রস্তুতি টহল’ ও অনুশীলন করবে চীন। এ মহড়ার পরিকল্পনা ঘোষণা করার পর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ধরনের বিরোধ সৃষ্টি না করে ধীরস্থির, যৌক্তিক ও গুরুতর মনোভাব নিয়ে প্রতিক্রিয়া জানাবে তারা। মন্ত্রণালয় আজ আরো জানায়, সর্বশেষ ২৪ ঘন্টার মধ্যে তাইওয়ানের উড়োজাহাজ প্রতিরক্ষা অঞ্চলে চারটি চীনা আকাশযান দেখা গেছে। তবে এ সংখ্যা অস্বাভাবিক নয়।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অফিসিয়াল সংবাদপত্র দ্য পিপলস ডেইলি আজ এক মন্তব্যে বলেছে, তাইওয়ানের বিচ্ছিন্নতার যেকোনো চেষ্টাকে ব্যর্থ করার শক্তিশালী ক্ষমতা রয়েছে দেশটির। জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা চীনের বৈধ ও আইনগত অধিকারের অন্তর্গত।

প্রেসিডেন্ট সাই বরাবরই বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছেন। তিনি বারবার আলোচনার প্রস্তাব দিলেও বেইজিং তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছে। সাই-এর মতে, শুধুমাত্র তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এদিকে দুটি আমেরিকান সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। তাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে আতিথেয়তা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৭ এপ্রিল) জানিয়েছে, ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউট ও ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিকে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠান দুটি চীনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, বিনিময় বা লেনদেন করতে পারবে না। মিত্র দেশগুলোর মধ্যে দশ দিনের এই সফরের একদম শেষ ধাপে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতি করেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই।

শেয়ার করুন