নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথে আছে বাংলাদেশ-হার্ভার্ড ইউনিভার্সিটির গোলটেবিল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩ | ০১:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৩ | ০১:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথে আছে বাংলাদেশ-হার্ভার্ড ইউনিভার্সিটির গোলটেবিল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত সোমবার (২০ মার্চ) হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুলের অ্যাশ সেন্টার আয়োজিত ‘বাংলাদেশ : অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন ড. মোমেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে রয়েছে।’

কেনেডি স্কুলের ফ্যাকাল্টি সদস্য, গবেষক ও স্নাতকোত্তর ছাত্রদের অংশগ্রহণে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়। আলোচনায় দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তরের পাশাপাশি বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো উন্নয়নসহ অর্থনৈতিক ও উন্নয়নমূলক দৃশ্যপটে ‘দেশের অভূতপূর্ব অগ্রগতির’ ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।

নিউ ইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বকে বাংলাদেশের এই অপূর্ব উন্নয়নের কৃতিত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নে প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ভূমিকার ওপর জোর দেন তিনি। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি— ‘‌সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়’ অনুযায়ী এ অঞ্চল এবং এর বাইরে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে অ্যাশ সেন্টারের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক এবং হার্ভার্ড কেনেডি স্কুলের রাজাওয়ালি ফাউন্ডেশন ইনস্টিটিউট ফর এশিয়ার পরিচালক অ্যাথনি সাইচ স্বাগত বক্তব্য রাখেন। সমাপনী বক্তা ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। বাংলাদেশ সরকার ও অ্যাশ সেন্টারের মধ্যে সহযোগিতা আগামী দিনে আরো সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন