নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ বিভাগে ওয়েলনেস অফিসারের দায়িত্বে খরগোশ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩ | ০৫:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ | ০৫:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
পুলিশ বিভাগে ওয়েলনেস অফিসারের দায়িত্বে খরগোশ

যেহেতু পার্সি অ্যাভিনিউতে পাওয়া, তাই অ্যাশলে খরগোশটির নাম রাখেন পার্সি।ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পার্সি অ্যাভিনিউতে ছোট্ট খরগোশটাকে কুড়িয়ে পেয়েছিলেন পুলিশ কর্মকর্তা অ্যাশলে কার্লসন। মালিককে খুঁজে না পেয়ে খরগোশটিকে তিনি নিয়ে যান ইউবা সিটি পুলিশ বিভাগের কার্যালয়ে। যেহেতু পার্সি অ্যাভিনিউতে পাওয়া, তাই অ্যাশলে খরগোশটির নাম রাখেন পার্সি।

সেই পার্সি এখন পুলিশ দলের এক ‘গুরুত্বপূর্ণ সদস্য’। তাকে বলা হচ্ছে পুলিশ বিভাগের ‘ওয়েলনেস অফিসার’। অর্থাৎ পুলিশের কর্মীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখবে পার্সি।

পার্সি এখন পুলিশ দলের এক ‘গুরুত্বপূর্ণ সদস্য’ছবি: রয়টার্স

এরই মধ্যে পার্সি কিন্তু তার ‘দায়িত্ব পালন’ শুরু করে দিয়েছে। পুলিশ স্টেশনজুড়ে নিশ্চিন্তে ছোটাছুটি করছে সে। পুলিশ কর্মকর্তারাও কাজের ফাঁকে পার্সিকে নিয়ে খেলছেন, আদর করছেন।


পুলিশ কর্মকর্তারাও কাজের ফাঁকে পার্সিকে নিয়ে খেলছেন, আদর করছেন।ছবি: রয়টার্স

একাধিক গবেষণায় দেখা গেছে, পশুপাখির সঙ্গে খেলাধুলা করলে মন ভালো থাকে। এমনকি থেরাপি দেওয়ার ক্ষেত্রেও কোথাও কোথাও পোষা প্রাণী ব্যবহারের চল আছে। ইউবা পুলিশ বিভাগ বলছে, অধিকাংশ পুলিশ অফিসারই পার্সির উপস্থিতি উপভোগ করছেন। যদিও পুলিশ স্টেশনে একটা খরগোশ রাখা ঠিক হচ্ছে কি না, সে ব্যাপারে সবাই এখনো নিশ্চিত নন। সূত্র : প্রথম আলো

শেয়ার করুন