নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইইউ দূতাবাসের টুইট

নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সহিংসতা বাড়ছে

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:১২ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সহিংসতা বাড়ছে

বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলো যে প্রতিবাদ করছে, তা ঘিরে সহিংসতা বাড়ছে বলে মন্তব্য করেছে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচন সামনে রেখে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করা জরুরি বলেও জানায় সংস্থাটি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঢাকার ইইউ দূতাবাস এক টুইটের মাধ্যমে এ বার্তা দিয়েছে।

টুইট বার্তায় ঢাকার ইইউ দূতাবাস বলেছে, ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে আলোচনা করে। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করে যে সহিংসতা বাড়ছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইইউ। সেই সঙ্গে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করা জরুরি বলে টুইটে জানিয়েছে সংস্থাটি। একই বার্তা ঢাকার জার্মানি, নেদারল্যান্ডস ও সুইডেনের রাষ্ট্রদূতরা তাঁদের টুইটে দিয়েছেন। সূএ : সমকাল

পরিচয়/সোহেল

শেয়ার করুন