নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছরে পরীমণির হ্যাট্রিক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩ | ১২:২৫ অপরাহ্ণ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ | ১২:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
নতুন বছরে পরীমণির হ্যাট্রিক

ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি। বিভিন্ন কর্মকান্ডের জন্য প্রায়ই আলোচনার শীর্ষে থাকেন তিনি। তবে ক্যারিয়ারেও বেশ সফল পরী। জীবনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিজের আলাদা জায়গা করেছেন ঢালিউডে।


পরীমণি।

২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এবার নিয়ে টানা ৩ বছর ধরে এই নায়িকার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা দিয়ে হ্যাট্রিক করতে যাচ্ছেন তিনি।

গতবছর ‘গুণীন’ মুক্তি পেয়েছিল। তার আগের বছর মুক্তি পেয়েছিল ‘মুখোশ’।


পরীমণি।

পরীমনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘টানা ৩ বছর ধরে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। সত্যিই আমি মুগ্ধ। এই ধারা অব্যাহত থাকুক। এভাবেই অভিনয় করে যেতে চাই।’

তিনি আরো বলেন, ‘সিনেমায় হ্যাট্রিক করাটা দারুণ খুশির ব্যাপার। ভাবতেই ভালো লাগছে। আমি অনেক খুশি, অনেক আনন্দিত।’


পরীমণি।

দর্শকদের উদ্দেশে ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা বলেন, ‘দর্শকরাই একজন শিল্পীর আসল ভালোবাসা। দর্শকরাই শিল্পীকে বাঁচিয়ে রাখেন বছরের পর বছর। আমিও তাদের ভালোবাসা নিয়ে একটি জনম পার করতে চাই।’

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নিয়ে প্রচণ্ড আশাবাদী পরীমনি। তার বিশ্বাস, দর্শকরা সিনেমাটি দেখবেন এবং খুব ভালোভাবেই গ্রহণ করবেন। এ বিষয়ে তিনি বলেন, ‘অনেকগুলো কারণে দর্শকরা সিনেমাটি দেখবেন। প্রথম কারণ মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে সিনেমাটি নিমিত হয়েছে।’


পরীমণি।

অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া, নতুন বছরে ‘চলো বদলে যাই’ নামে একটি নতুন সিনেমার শুটিং করবেন তিনি। এটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল। চলতি বছরের জুলাই থেকে আগস্টে এই সিনেমার শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে।


অ্যাডভেঞ্চার অব সুন্দরবন।

‘গুণীন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে ভালোবাসার বন্ধনে জড়ান নায়ক শরিফুল রাজের সঙ্গে। তারপর বিয়ে করেন দুজনে। তাদের ঘর আলো করে রেখেছে সন্তান রাজ্য।

উল্লেখ্য ‘মুখোশ’ সিনেমায় প্রথমবার মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে প্রশংসা ও দর্শকদের ভালোবাসা অর্জন করেন পরীমনি। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন