নিউইয়র্ক     শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়’-দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩ | ০১:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৩ | ০১:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়’-দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ জনগণের দল, যা বলে তা করে বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের ‘ভাসমান’ আখ্যায়িত করে সরকারপ্রধান বলেছেন, তারা ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়।

গত মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের নিজেদের দলে গণতন্ত্র নেই, তারা গণতন্ত্র চর্চা করবে কীভাবে। খুব একটা আতঙ্ক সৃষ্টি করেছিল ১০ ডিসেম্বর নিয়ে। ডাকঢোল পিটিয়ে ১০ তারিখ চলে গেল গোলাপবাগে। এখন নাকি ১১ তারিখ (জানুয়ারি) থেকে আন্দোলন করবে। তাদের সাথে আবার অতি বাম এবং অতি ডান যুক্ত হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘তাদের উদ্দেশে বলে দিতে চাই, ‘আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। জনগণের কল্যাণে কাজ করে। ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এতে সহজ নয়।’

এ সময় প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন, ‘২০০৮ সালে নির্বাচন নিয়ে কেউ কিন্তু প্রশ্ন উঠাতে পারেনি। বিএনপিকে জিজ্ঞেস করবেন, সেই নির্বাচনে কতটা সিট পেয়েছিল? ২৯টা, পরে আরেকটা উপনির্বাচনে। আমরা জনগণের জন্য কাজ করে বলেই আজ জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়।’

এ সময় প্রধানমন্ত্রী জানান, জাতির পিতার আদর্শ ধারণ করে দেশের উন্নয়নের এই অভিযাত্রা অব্যাহত থাকবে। দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।

সাথী /পরিচয়

শেয়ার করুন