নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দুপরে ঢাকায় যাসছেন বিশ্বব্যাংকের এমডি

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ১১:১৬ অপরাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ১১:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
দুপরে ঢাকায় যাসছেন বিশ্বব্যাংকের এমডি

তিন দিনের সফরে বাংলাদেশে যাসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভন ট্রটসেনবার্গ। আজ শনিবার (২১ জানুয়ারি) দুপর ৩টায় তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। বাংলাদেশে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।

বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানকালে এক্সেল ভন ট্রটসেনবার্গ বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২২ জানুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

এতে আরো বলা হয়েছে, এক্সেল ভন ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

ঢাকা সফর উপলক্ষে এক বিবৃতিতে অ্যাক্সেল ভন ট্রটসেনবার্গ বলেন, মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে তা বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে। প্রসঙ্গত, তিন দিনের সফর শেষে আগামী ২৪ জানুয়ারি রাতে ঢাকা ছাড়বেন বিশ্বব্যাংকের শীর্ষ এই পরিচালক। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন