নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাইওয়ানে বিদ্যুৎবিচ্ছিন্ন ৩০ হাজারের বেশি মানুষ, আহত ৪০

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
তাইওয়ানে বিদ্যুৎবিচ্ছিন্ন ৩০ হাজারের বেশি মানুষ, আহত ৪০

তাইওয়ানের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইকুই। এই টাইফুনের জেরে ৩০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। এ ছাড়া টাইফুনের প্রভাবে আহত হয়েছে ৪০ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে এই টাইফুন দেশটিতে আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানায় বার্তাসংস্থা বিবিসি নিউজ ও রয়টার্স।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলোতে স্কুল এবং দোকানপাট বন্ধ রয়েছে। সোমবার শ্রমিকদের জন্য একটি দিন ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া টাইফুনের প্রভাবে সোমবারও ১৮৯টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। গত চার বছরের মধ্যে এটাই প্রথম ঘূর্ণিঝড় যা সরাসরি তাইওয়ানে আঘাত হেনেছে। পরবর্তীতে ঘূর্ণিঝড়টি দক্ষিণাঞ্চলে অগ্রসর হয়।

রাষ্ট্রপরিচালিত তাইপাওয়ার জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় প্রায় আড়াই লাখ ঘর-বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। তবে পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হলেও এখনো ৩৪ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এর মধ্যে অর্ধেকই পূর্বাঞ্চলীয় তাইতুংয়ের বাসিন্দা।

তাইওয়ানের সরকার বলছে, টাইফুনের কারণে ভূমিধস এবং বন্যার আশঙ্কায় হাইকুই আছড়ে পড়ার আগে দক্ষিণ ও পূর্বাঞ্চলসহ কিছু এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

শেয়ার করুন