নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে যুক্তরাষ্ট্র: অভিযোগ চীনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৩ | ০৭:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৩ | ০৭:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে যুক্তরাষ্ট্র: অভিযোগ চীনের

যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে বলে অভিযোগ করেছে চীন। মার্কিন সরকারকে তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করারও আহ্বান জানিয়েছে বেইজিং।

শুক্রবার বেইজিং এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তাইপেতে বুধবার তাইওয়ান-যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা শিল্প ফোরাম অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ বক্তব্য দেন মাও নিং।

ওই ফোরামে মার্কিন অস্ত্র রপ্তানিকারকদের একটি প্রতিনিধিদল তাইওয়ানের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে আমেরিকা ও তাইওয়ান কর্তৃপক্ষ তাদের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করেছে। এ ঘটনা প্রমাণ করছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে একটি গোলাবারুদেরে গুদামে পরিণত করেছে, যা শুধু আমাদের ‘তাইওয়ানি স্বদেশি বন্ধুদের’ জন্য সমস্যা তৈরি করবে।

তিনি বলেন, তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি ‘এক চীন নীতির’ সম্পূর্ণ লঙ্ঘন। চীন বিষয়টি মেনে নেবে না বলে তিনি জানান। মাও সতর্ক করে দিয়ে বলেন, তাইওয়ানের অভ্যন্তরীণ ইস্যুতে যে কোনো ‘বিদেশি হস্তক্ষেপের’ পরিণতির দায় হস্তক্ষেপকারী দেশকে নিতে হবে। -সূত্র : যুগান্তর

নাছরিন/পরিচয়

শেয়ার করুন