নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকটক নিষিদ্ধ হলে টুইটারের লাভ বললেন মাস্ক

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ১২:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ১২:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
টিকটক নিষিদ্ধ হলে টুইটারের লাভ বললেন মাস্ক

টুইটারের সান ফ্রান্সেসকো কার্যালয়ে বিবিসির রিপোর্টার জেমস ক্লেটন মাস্কের সাক্ষাৎকার নেন। ছবি: বিবিসির সৌজন্যে

গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৮টায় টুইটারের সান ফ্রান্সেসকো কার্যালয়ে বিবিসির রিপোর্টার জেমস ক্লেটন মাস্কের সাক্ষাৎকার নেন। ইন্টারভিউটি বিবিসিতে সরাসরি প্রচার করা হয়। ইন্টারভিউতে টিকটক নিষিদ্ধের প্রসঙ্গ উঠলে তিনি জানান, টিকটক নিষিদ্ধ হলে টুইটারের লাভ। ইলন মাস্ক বলেন, ‘যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপটি (টিকটক) আমি ব্যবহার করি না। তবে আমি এটি নিষিদ্ধ করার বিপক্ষে।’

সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে সরকারি কর্মকর্তাদের ডিভাইসে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বেশ কয়েকটি দেশ । মাস্ক বলেন, ‘আমি সাধারণত কোনো কিছু নিষিদ্ধের বিপক্ষে। তবে এই নিষেধাজ্ঞা টুইটারকে সুফল দেবে। কারণ, আরও বেশি লোক এই প্ল্যাটফর্মে বেশি সময় ধরে থাকবে।

একই ইন্টারভিউতে উপযুক্ত ক্রেতা পেলে টুইটার বিক্রি করে দেবেন বলেও জানান মাস্ক। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা ও রকেট ফার্ম স্পেসএক্সের মালিক ইলন মাস্ক গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন। টুইটার কিনে মাস্ক অনুতপ্ত কি না এমন প্রশ্ন করা হলে বিশ্বের দ্বিতীয় ধনী এই ব্যক্তি বলেন, ‘টুইটার কেনা কোনো পার্টি ছিল না, কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। এটা যেন গাড়ির চাকায় পিষ্ট হওয়া।’ তবে তিনি টুইটার কেনার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন।

কাজের চাপের বিষয়ে মাস্ক বলেন, ‘কাজের চাপ এতই বেড়েছে যে আমাকে মাঝেমধ্যে অফিসেই ঘুমাতে হয়। অফিসের লাইব্রেরিতে একটি সোফা আছে, ওখানে কেউ যায় না। সেখানেই ঘুমাই। ঘনঘন টুইট করার প্রসঙ্গেও কথা বলেন মাস্ক। তিনি বলেন, ‘রাত তিনটার পর আমার টুইট না করাই উচিত।’ মাস্ক টুইটারে বিবিসির লেবেল ‘সরকারি অর্থায়ন’ থেকে ‘জন অর্থায়নে’ পরিবর্তনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি বিবিসিকে অনেক সম্মান করি। এই সাক্ষাৎকার দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

সাথী / পরিচয়

শেয়ার করুন