নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৩ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:২০ অপরাহ্ণ

ফলো করুন-
চীন সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: ফাইল

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১৪ ফেব্রুয়ারি চীন যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম সিনহুয়াকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং এ তথ্য নিশ্চিত করেছেন।

চীনের জলসীমায় অচেনা উড়ন্ত বস্তু
ইরান জানিয়েছে, আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চীনের উদ্দেশে তেহরান ছাড়বেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার সফরসঙ্গী হিসেবে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিনিধি দল থাকবে।

এই সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন রাইসি। এ ছাড়া ইরান ও চীনের ব্যবসায়ীদের বৈঠকেও অংশ নেবেন তিনি। খবরে বলা হয়েছে, ইরানি প্রেসিডেন্টের চীন সফরের এজেন্ডায় দেশটিতে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে বৈঠকের বিষয়ও রয়েছে।

প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতিতে ইরান ও চীন উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার টার্গেট। আবার ইউক্রেন ইস্যুতে তেহরানের বিরুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ তোলা হচ্ছে বার বার। এমন প্রেক্ষাপটে ইরানি প্রেসিডেন্টের বেইজিং সফর তাৎপর্যপূর্ণ।

সূত্র: সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন