নিউইয়র্ক     বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে পৌঁছেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ০৯:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ জুন ২০২৩ | ০৯:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
চীনে পৌঁছেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ছবি- সংগৃহীত

রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে চীন তার প্রস্তুতির কথা জানানোর পরই বেইজিং সফরে এলেন আব্বাস। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের আমন্ত্রণে চার দিনের এক রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সকালে বেইজিংয়ে পৌঁছেছেন মাহমুদ আব্বাস। ধারণা করা হচ্ছে, এই সফরের মধ্য দিয়েই ২০১৪ সালে স্থবির হয়ে পড়া ইসলায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনাকে এগিয়ে নেয়ার চেষ্টা চালাবে দেশ দুটি।

এদিকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এ সফরে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাথে বৈঠক করবেন আব্বাস। সেখানে এ দুই শীর্ষ নেতা ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি দু’দেশের পারস্পারিক উদ্বেগের সংক্রান্ত আঞ্চলিক এবং আন্তির্জাতিক একাধিক বিষয় নিয়েও আলোচনা করবেন। এছাড়াও এ সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও নেতা আব্বাস সাক্ষাত করবেন।

গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন ফিলিস্তিনের দীর্ঘসময়ের নেতা মাহমুদ আব্বাসকে ‘চীনা জনগনের পুরনো এবং ভাল বন্ধু বলে উল্লেখ করেন। এ সময় তিনি আরও বলেন, চীন সব সময় দৃঢ়ভাবে ফিলিস্তিনি জনগনের বৈধ জাতীয় অধিকার পুনরুদ্ধারের ন্যায়সঙ্গত কারণকে সমর্থ জানিয়ে আসছে।

অন্যদিকে চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনের কর্মকর্তা আব্বাস জাকি জানান যে, দুই বন্ধু চীন এবং ফিলিস্তিন ভাইয়ের চেয়েও ঘনিষ্ঠ। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিক্নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা মেনে নেয়া আহ্বান জানিয়েছেন। এর মধ্য দিয়ে ফিলিস্তিন- ইসরায়েল উত্তেজনাকে মোকাবিলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন