নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ১১ মামলা, অভিযোগ গঠনের শুনানি ১৫ মে

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ০৫:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ | ০৫:২৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
খালেদা জিয়ার ১১ মামলা, অভিযোগ গঠনের শুনানি ১৫ মে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার পরবর্তীতে শুনানির জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত। সোমবার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করেন।

আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান আগামী ১৫ মে নতুন তারিখ ধার্য করেন। ২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে দারুসসালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে পুলিশ।

২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া এক ব্যক্তি খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। মোট ১১ মামলার মধ্যে ১০ মামলায় অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে। সূত্র : বাংলাদেশ জার্নাল

শেয়ার করুন