নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২৩শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ইউক্রেন যুদ্ধের কারণে ডুবতে যাচ্ছে জার্মানির অর্থনীতি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘ইউক্রেন যুদ্ধের কারণে ডুবতে যাচ্ছে জার্মানির অর্থনীতি’

এক বছর পূর্ণ হতে চললেও ইউক্রেন যুদ্ধের ইতি ঘটার কোনো ইঙ্গিত নেই। বিমান বিধ্বংসী কামান নিয়ে ইউক্রেনের কয়েকজন সেনা। গত জানুয়ারিতে লুহানস্কের কোনো এক জায়গায়। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের কারণে চলতি বছরের শেষে জার্মানির অর্থনীতির ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ১৭ হাজার ১০০ কোটি ডলার, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ শতাংশের কাছাকাছি। ফলে এক দশকের বেশি সময় ধরে ইউরোপের অর্থনীতিতে শীর্ষ স্থানে থাকা দেশটি ‘ডুবতে’ যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির চেম্বারস অব ইন্ড্রাস্টি অ্যান্ড কমার্সের (ডিআইএইচকে) প্রধান পিটার আদরিয়ান।

জার্মানির সংবাদমাধ্যম ‘রাইনিশ্চে পোস্টকে’ রবিবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে আদরিয়ান বলেন, ’২০২২ সালে জার্মানিতে গ্যাসের দাম যুক্তরাষ্ট্রের তুলনায় তিন থেকে পাঁচগুণ বেড়েছে। একই সময়ে ফ্রান্সের তুলনায় বিদ্যুতের দাম বেড়েছে প্রায় চারগুণ।’

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দশক ধরে রুশ তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল জার্মানির অর্থনীতি। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ নিজস্ব প্রাকৃতিক গ্যাস রয়েছে। আর ফ্রান্সের রয়েছে পর্যাপ্ত পারমাণবিক বিদ্যুৎ কারখানা। এ অবস্থায় ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির দাম হু হু করে বেড়ে যাওয়ায় বড় ধাক্কা খায় জার্মানির শিল্প।

গত জানুয়ারিতে অ্যালায়েন্স ট্রেডের এক গবেষণায় বলা হয়, জ্বালানি খাতে ২০২৩ সালে জার্মানির শিল্পকারখানাকে ২০২১ সালের তুলনায় অতিরিক্ত ৪০ শতাংশ বেশি অর্থ ব্যয় করতে হবে। ফলে চলতি বছর দেশটির মাথাপিছু আয় গত বছরের তুলনায় ২ হাজার ১৪৩ ডলার কম হতে পারে শঙ্কা প্রকাশ করেছেন পিটার আদরিয়ান। সূত্র : আল জাজিরা

শেয়ার করুন