নিউইয়র্ক     সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ দেশের চরিত্রটাই বদলে দিয়েছে : ফখরুল

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৬:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৬:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
আ.লীগ দেশের চরিত্রটাই বদলে দিয়েছে : ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের পুরো চরিত্রটাই বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। মুখে বলে একটা, করে আরেকটা। দেশের পুরো চরিত্রটাই বদলে দিয়েছে তারা (আওয়ামী লীগ)। তিনি বলেন, বড় সংকট হচ্ছে, নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। গোটা দেশকে অশান্ত অবস্থায় নিয়ে গেছে ক্ষমতাসীনরা।

বৈঠকে ১২ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহম্মাদ ইবরাহিম, বীর প্রতীক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপির চেয়ারম্যান কারি মো. আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম এবং বাংলাদেশ মুসলিম লীগের যুগ্ম মহাসচিব মো. তফাজ্জল হোসেন।

বিএনপির নেতাদের মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, মোহাম্মাদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন