নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে সবার আগে নয়াদিল্লিতে শেখ হাসিনা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪ | ০৮:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ১০ জুন ২০২৪ | ০৮:৫৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে সবার আগে নয়াদিল্লিতে শেখ হাসিনা

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৯ই জুন রবিবার শপথ নিচ্ছেন নরেদ্র মোদি। শপথ অনুষ্ঠানে অংশ নিতে বিদেশি অতিথিদের মধ্যে সবার আগে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের আরো এক মাইলফলক হিসেবে জায়গা করে নেবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে অবতরণের পর জি ২০ ইন্ডিয়া সম্মেলনের সচিব মুকেশ পরদেশী তাকে অভ্যর্থনা জানান।

এর আগে শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সরকারপ্রধান।

জানা গেছে, আগামী ৯ই জুন রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। শপথ অনুষ্ঠানে যোগদান শেষে আগামী ১০ জুন দুপুরে দেশে ফিরবেন বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রী হওয়ার পর গত বুধবার (৫ জুন) টেলিফোনে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাপকালে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গবন্ধুকন্যাকে আমন্ত্রণ জানান মোদি। প্রধানমন্ত্রী তার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

শেখ হাসিনা ছাড়াও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন নেতা মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। এ তালিকায় রয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথ।

অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ভারতীয় প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

এছাড়া সফরকালে বিভিন্ন দাপ্তরিক কাজ সম্পাদন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আগামি ১০ জুনসোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জিতেছে ২৯৩টি। ২৩২ আসন পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২ আসন। এনডিএ জোটগতভাবে এর চেয়ে বেশি আসন পেলেও এবার দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি। তারা দল হিসেবে পেয়েছে ২৪০ আসন। ফলে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর আসনে বসতে এবার জোটের শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদিকে। এরই মধ্যে মোদির নেতৃত্বে নতুন সরকার গঠনে একমত হয়েছেন এনডিএ নেতারা।

শেয়ার করুন