নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আগষ্টে ডেমোক্র্যাটিক কনভেনশনে চতুর্থ বাংলাদেশী আমেরিকান হিসেবে ব্রঙ্কসের মনজুর চৌধুরী জগলু ‘ডেলিগেট’ নির্বাচিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ০৫:১০ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ০৫:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
আগষ্টে ডেমোক্র্যাটিক কনভেনশনে চতুর্থ বাংলাদেশী আমেরিকান হিসেবে ব্রঙ্কসের মনজুর চৌধুরী জগলু ‘ডেলিগেট’ নির্বাচিত

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গত ২ এপ্রিল নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত নিউইয়র্কের প্রাইমারির ভোটে বাংলাদেশি-আমেরিকান মনজুর চৌধুরী ন্জগলু যাশনাল ডেমোক্র্যাটিক কনভেনশন এর জন্য কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট-১৩ থেকে ৯ হাজার ৯৫৯ ভোট পেয়ে মনজুর চৌধুরী জগলু নিউইয়র্ক সিটি থেকে ‘ডেলিগেট’ হিসেবে নির্বাচিত হয়েছেন।।

ন্যাশনাল ডেমোক্র্যাটিক কনভেনশনে আগামী আগস্ট মাসে নিউইয়র্ক স্টেট থেকে বাংলাদেশিদের মধ্যে মনজুর চৌধুরী জগলুল শিকাগোতে প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক কনভেনশন অনুষ্ঠানে যোগ দেবেন।

নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী অন্যতম রাজনীতিক মনজুর চৌধুরী। তিনি এর আগে নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচনে কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট হিসেবে দুইবার নির্বাচিত হয়েছেন। কুইন্সের মধ্যে অন্যতম প্রভাবশালী ডেমোক্র্যাটিক ক্লাব নিউভিশন ডেমোক্র্যাটিক ক্লাবে ইতিহাস সৃষ্টি করে বোর্ড অব ডিরেক্টর হিসেবে নির্বাচিত মনজুর প্রায় দুই যুগ ধরে উক্ত ডেমোক্র্যাট ক্লাবের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। কর্মজীবনে মনজুর ডোমিনিকান প্রোভিন্স অব সেন্ট জোসেফ এর প্রধান কার্যালয়ে কন্ট্রোলার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশের মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার কৃতি সন্তান।

যাশনাল ডেমোক্র্যাটিক কনভেনশনে ‘ডেলিগেট’ হিসেবে নির্বাচিত হওয়ার পর মনজুর চৌধুরী জগলু বলেন, নিউইয়র্ক স্টেটের প্রেসিডেন্সিয়াল প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটিক কনভেনশনাল ডেলিগেট হিসেবে আমাকে কংগ্রেশনাল ডিস্ট্রিক-১৩ থেকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য নানাভাবে যারা সাহায্য সহোযোগিতা করেছেন, আপনাদের এই ঋণ শোধ করার মতো নয়। আগামীতে নিউইয়র্ক স্টেট থেকে বাংলাদেশি আমেরিকানদের মধ্যে আামি প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক কনভেনশনে আগস্ট মাসে শিকাগোতে যোগদান করব। এটি বাংলাদেশি কমিউনিটির জন্য বড় জয় বলে আমি মনে করি। আমি আশাবাদী আপনারা বিগত দিনের মতো আমার পাশে থাকবেন।

প্রসঙ্গত, ইতোপুর্বে আরো তিনজন বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে নির্বাচিত ডেলিগেট হিসেবে যোগ দিয়েছিলেন । এঁরা হলেন মোর্শেদ আলম (২০০০, প্রসিডেন্ট প্রার্থী আল গোর), আসাল এর প্রধান মাফ মিসবাহ উদ্দিন ২ বার ( ২০০৮ ও ২০১২, প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা) ও আসাল এর সেক্রেটারী করিম চৌধুরী (২০২০ প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন)।

কনভেনশনে যোগদানে নির্বাচিত ডেলিগেটদের থাকা-খাওয়া এবং যাওয়া-আসার সমুদয় ব্যয় বহন করে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি।

শেয়ার করুন