নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কমিউনিটি ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ০৬:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ০৬:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কমিউনিটি ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্ক প্রবাসী সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে অনুষ্ঠিত হলো জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (৩০ মার্চ) কুইন্সের আগ্রা প্যালেসে বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের ২১তম বার্ষিক কমিউনিটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কের পাবলিক এডভোকেট জুমানি উইলিয়ামস, নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু, ষ্টেট এসেম্বলীওম্যান এলিসিয়া হাইনম্যান ও জেনাফার রাজকুমার, জ্যামাইকা এলাকার সিটি কাউন্সিলম্যান জি জিনারো, সিটি মেয়র অফিসের কমিউনিটি লিয়াজ সুকরানী ধানপাত, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, ইফতার মাহফিল কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দ আল আমীন রাসেল, সাবেক সভপতি বেলাল আহমেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের অন্যতম পরিচালক ইমাম শামসে আলী। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জে মোল্লা সানী ও এএফ মিসবাহউজ্জামান।

অনুষ্ঠানে উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা সালেহ আহমেদ, উপদেষ্টা হুসনে আরা বেগম, উপদেষ্টা রেজাউল করীম চৌধুরী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন সহ কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক লাবলু আনসার, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ জে চৌধুরী, ময়নুজ্জামান চৌধুরী, ছাড়াও কমিউনিটির পরিচিত ব্যক্তিবর্গের মধ্যে আশা হোম কেয়ার-এর প্রেসিডেন্ট আকাশ রহমান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশাদ আহমেদ, কমিউনিটি বোর্ড মেম্বার (কুইন্স) আহসান হাবীব, মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, সেন্টার ফর এনআরবি-এর চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী, রিয়েল এস্টেট ইনভেস্টর মােহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ফরিদ আলম, যুবদল আবু সাঈদ আহমদ, ইউএসবিসিসিআই’র প্রেসিডেন্ট লিটন আহমেদ, খামারবাড়ী গ্রুপের ান্য তম সত্তাধিকারী ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, আবুল কাশেম, আতিকুল ইসলাম জাকির, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম, বাপার প্রেসিডেন্ট রাসেক মালিক, স্বেচ্ছাসেবক দলনেতা মাকসুদুল হক চৌধুরী, কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্ণী অফিসের রোকেয়া আখতার, শোটাইম মিউজিক-এর আলমগীর খান আলম প্রমুখ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।

শেয়ার করুন