নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে ৫ হাজার কোটি ডলারের বাজেট ঘোষণা আজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৩ | ০২:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ১০ জুন ২০২৩ | ০২:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
পাকিস্তানে ৫ হাজার কোটি ডলারের বাজেট ঘোষণা আজ

পাকিস্তানের পার্লামেন্ট। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পার্লামেন্টে আজ শুক্রবার (৯ জুন) ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করা হবে। দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার স্থানীয় সময় সন্ধ্যার পর প্রায় ৫ হাজার কোটি ডলারের এ বাজেট পেশ করবেন। জানা গেছে, এবারের বাজেটে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতি ২১ শতাংশের মধ্যে আটকানোর আশা প্রকাশ করা হয়েছে। দেশটির সাম্প্রতিক মূল্যস্ফীতি ৩৮ শতাংশ। বিশ্বের প্রায় সব দেশের মতো প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারও কর থেকেই বাজেটের বড় অর্থ সংগ্রহ করবে। এ খাত থেকে ৩ হাজার ২০০ কোটি ডলার অর্থ সংগ্রহ করার আশা প্রকাশ করা হয়েছে।

দ্য ডন জানায়, শুক্রবারের বাজেট দেশটির আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বহুল আলোচিত ২৫০ কোটি ডলারের ঋণ পাওয়ার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে। এই কিস্তি দেশটির জন্য আইএমএফের ঘোষিত ৬৫০ কোটি ডলারের ঋণ প্যাকেজের অবশিষ্ট অংশ। চলতি মাসেই এ ঋণের মেয়াদ শেষ হবে। পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার বর্তমান মজুদ ৪০০ কোটি ডলারের কম, যা দিয়ে ঠিকমতো এক মাসেরও আমদানি ব্যয় মেটানো যাবে না।

শেয়ার করুন