নিউইয়র্ক     রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে একদিনে ১০১৫৮ জনের করোনা শনাক্ত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ০১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ০১:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভারতে একদিনে ১০১৫৮ জনের করোনা শনাক্ত

ভারতে ১৩ এপ্রিল বৃহস্পতিবার ১০ হাজার ১৫৮ জন নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গতকালের তুলনায় এ সংখ্যা ৩০ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৪৪ হাজার ৯৯৮ জন।

আজ করোনা শনাক্তের হার ৪.৪২ শতাংশ। মোট আক্রান্তের ০.১০ শতাংশ এখন সক্রিয় রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, দেশটিতে করোনা থেকে সেরে ওঠার হার ৯৮.৭১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

সরকারি সূত্র জানিয়েছে, ভারতে করোনা সংক্রমণ বেড়েছে, যা আগামী ১০-১২ দিন টানা বাড়তে পারে। করোনার এক্সবিবি উপধরন এখন সর্বশেষ ঢেউ চালাচ্ছে। তবে অধিকাংশ মানুষ টিকা নেওয়ায় উদ্বেগের তেমন কারণ নেই।

এই উপধরনে সংক্রমণ হার ফেব্রুয়ারিতে ছিল ২১.৬ শতাংশ, যা মার্চে বেড়ে ৩৫.৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। খবর- এনডিটিভির।

এম,এ,এস/পরিচয়

শেয়ার করুন