নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮ নভেম্বর থেকে আবারও লংমার্চ শুরুর ঘোষণা ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ০৪:০২ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ০৪:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
৮ নভেম্বর থেকে আবারও লংমার্চ শুরুর ঘোষণা ইমরান খানের

ওয়াজিরাবাদ শহর থেকে ৮ নভেম্বর আবারও লংমার্চ শুরুর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ওয়াজিরাবাদেই আততায়ীর বন্দুক হামলায় আহত হন তিনি। রবিবার (৬ নেভেম্বর) লাহোরের শওকত খানম হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বলেন, ‘আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি— ওয়াজিরাবাদের যে স্থানে আমিসহ দলের ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন, সেখান থেকেই আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) থেকে পিটিআইয়ের লংমার্চ শুরু হবে।’

তবে এবার লংমার্চের রুটে কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে আভাস পাওয়া গেলো ইমরান খানের বক্তব্যে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওয়াজিরাবাদ শহর থেকে রাওয়ালপিন্ডি শহর হয়ে রাজধানী ইসলামাবাদে পৌঁছাবে পিটিআইয়ের লংমার্চ। ইমরান বলেন, ‘আমি এখান (লাহোর) থেকে দলের নেতা-কর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখবো। আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে নেতা-কর্মীরা রাওয়ালপিন্ডি পৌঁছাবেন। আমি সেখান থেকে তাদের সঙ্গে যোগ দেব।’

ক্ষমতা হারানো ইমরান নতুন নির্বাচনের দাবি তুলে পাকিস্তানে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ লংমার্চের ডাক দেন। গত ২৮ অক্টোবর লাহোর থেকে শুরু হয় এই কর্মসূচি। ৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিলো এই লংমার্চ; তার এক দিন আগে, ৩ নভেম্বর ওয়াজিরাবাদ শহরে সমাবেশ চলাকালে গুলিবিদ্ধ হন ইমরান খান। তারপর থেকেই শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন