নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ নভেম্বর, রোববার জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২ | ০৩:৪২ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২২ | ০৩:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
৬ নভেম্বর, রোববার জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

নিউইয়র্ক : আগামি ৬ নভেম্বর রোববার জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিতব্য এ সম্মেলকে ঘিরে প্রবাসী জাতীয় পার্টির নের্তৃবৃন্দ, কর্মী, সমর্থকদের মাঝে এক ধরণের উচ্ছাস লক্ষ্য করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের মধ্যে সম্মেলনকে ঘিরে বিশেষ উদ্দিপনা পরিলক্ষিত হচ্ছে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক মোহাম্মদ এ বারোভূঁইয়া জানান, সম্মেলনে নেতৃত্ব পেতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তবে সভাপতি পদে তিনিই একমাত্র প্রার্থী এবং এ সংক্রান্ত আবেদনপত্র জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৪জন আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব আসেফ বারী টুটুল, মাহবুবুর রহমান অনিক, জাফর মিতা এবং আলতাফ হোসেন।

মোহাম্মদ এ বারো ভূঁইয়া আরো জানান, এবারের সম্মেলনে মোট ৮৭জন কাউন্সিলর রয়েছেন। তাদের মধ্য থেকে যারা উপস্থিত থাকবেন তারা সরাসরি নেতা নির্বাচন করার সুযোগ পাবেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক সাংসদ সদস্য সহিদুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা সৈয়দ শওকত আলী প্রমুখ। সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক মোহাম্মদ এ বারো ভূঁইয়া। পরিচালনা করবেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব আসেফ বারী টুটুল।

শেয়ার করুন