নিউইয়র্ক     সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২২ সালে কলম্বিয়ায় রেকর্ড পরিমাণ কোকেন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩ | ০৬:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ | ০৬:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
২০২২ সালে কলম্বিয়ায় রেকর্ড পরিমাণ কোকেন উদ্ধার

গত বছর কলম্বিয়ায় রেকর্ড পরিমাণ কোকেন উদ্ধার করা হয়েছে। দেশটির নারিনো, বলিভার ও ভ্যালে দেল কওকা প্রদেশ থেকে সবচেয়ে বেশি এ মাদক উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

২০২২ সালে ৬৪১ টন কোকেন উদ্ধার করেছে কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী, যা গত বছরের চেয়ে ১ দশমিক ৭ টন বেশি। এর আগে ২০২০ সালে ৫০৫ টন এবং ২০১৯ সালে ৪২৮ টন এ মাদক জব্দ করা হয়েছিল। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইভান ভেলাসকুয়েজ বলেন, ‘মাদকপাচার থেকে আসা অবৈধ আয়ের বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন, যা আমাদের দেশে অপরাধের জন্ম দেয়।’

কলম্বিয়ায় প্রায় ৬ দশক ধরে চলা সশস্ত্র সংঘাতের প্রধান কারণ কোকেন উৎপাদন ও পাচার। এ সংঘাতে সাড়ে ৪ লাখের বেশি মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গেরিলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি, বিদ্রোহী গোষ্ঠী এফএআরসি ও সাবেক ডানপন্থি আধাসামরিক বাহিনী নিয়ে গঠিত অপরাধী দলগুলো মাদকপাচারের সঙ্গে জড়িত।

শেয়ার করুন