নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬৭ বছরের পুরোনো সুইস ব্যাংকটি কিনে নিচ্ছে ইউবিএস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩ | ০১:০২ পূর্বাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৩ | ০১:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
১৬৭ বছরের পুরোনো সুইস ব্যাংকটি কিনে নিচ্ছে ইউবিএস

ক্রেডিট সুইস ব্যাংক

অর্থনৈতিকভাবে ধুকতে থাকা সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকটি কিনে নিতে সম্মত হয়েছে দেশটির আরেক ব্যাংক ইউবিএস। এই দুটি ব্যাংক একে অপরের প্রতিদ্বন্দ্বী। চলমান আর্থিক দুরবাস্থা থেকে উত্তরণের জন্য ১৬৭ বছরের পুরোনো ব্যাংকটির দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বদেশী ব্যাংক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক বিবৃতিতে সুইস ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, ইউবিএস আজকে ক্রেডিট সুইস ব্যাংক নিজেদের আয়ত্ত্বে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং সুইস অর্থনীতিকে রক্ষা করবে।

আরো পড়ুন । শান্তির বার্তা নিয়ে মস্কোর পথে শি জিনপিং

ক্রেডিট সুইস ব্যাংকের জন্য ইউবিএসকে বর্তমানে তিন বিলিয়ন সুইস ফ্রাঙ্কস (৩.২৫ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করতে হবে, যা শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ব্যাংকের যে মূল্য ছিল প্রায় তার চেয়েও ৬০ শতাংশ কম। গত শুক্রবার ক্রেডিট সুইসের যে শেয়ারের দাম ১.৮৬ সুইস ফ্রাঙ্কের ছিল সেটি এখন মাত্র ০.৭৬ সুইস ফ্রাঙ্কের সমতুল্য। এতে মূলত ক্রেডিট সুইস শেয়ারহোল্ডাররা নিশ্চিহ্ন হয়ে যাবে।

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন